আরপিসিএল-নরিনকোতে চাকরি, মূল বেতন ৯১ হাজার, আবেদন করুন দ্রুত
Published: 24th, February 2025 GMT
বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডে (আরএনপিএল) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এই কোম্পানিতে ম্যানেজার (সেফটি অ্যান্ড সিকিউরিটি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ম্যানেজার (সেফটি অ্যান্ড সিকিউরিটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩.
বয়স: ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৯১,০০০ টাকা। এ ছাড়া বাসাভাড়া ভাতা, প্রকল্প ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, পরিবহন ভাতা, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে কভার লেটারসহ সিভি সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের অনুকূলে আবেদন ফি বাবদ ৫০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড, এশিয়ান টাওয়ার (লেভেল-১০), বাসা-৫২, রোড # ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২১২।
আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনডাক জীবন বীমায় চাকরি, নয় ক্যাটাগরিতে পদ ৫৬২৩ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এডুকো শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে শনিবার অনুষ্ঠিত হয়েছে এডুকো শিক্ষা মেলা ২০২৫। এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। এখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ভর্তি, বৃত্তি ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
এডুকো এডুকেশন এক্সপো ২০২৫ নামের এ মেলার আয়োজক এডুকো পাথওয়েজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এ আয়োজন শিক্ষার্থী ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি নেটওয়ার্ক গড়ার এক দুর্লভ সুযোগ সৃষ্টি করেছে। এতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে একাডেমিক প্রোগ্রাম, বৃত্তি ও ক্যাম্পাস–জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস পঙ্কজ গোমেজ বলেন, ‘একই মঞ্চে বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমাগম আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের লক্ষ্যই হলো শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষাকে সহজলভ্য করা এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ভবিষ্যতেও আমরা এ ধরনের সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ আয়োজন ছিল বিনা মূল্যে ও সবার জন্য উন্মুক্ত, যাতে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে এগিয়ে নিতে পারেন।