দোহারে বৈষম্যবিরোধীদের কমিটি বিলুপ্তি দাবি
Published: 24th, February 2025 GMT
ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে বিলুপ্তির দাবি সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র আন্দোলনকারীর একাংশের নেতারা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮-১৯ জুলাই ও ৪ আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করে পুলিশের হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের তান্ডব বাহিনীর হামলার শিকার হয়েছেন, তাদেরকে বাদ দিয়েই দোহার উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সদস্যরা আরও দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। অথচ কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য নিজেকে সমন্বয়ক দাবি করে একটি পকেট কমিটি ঘোষণা দেন। সেই কমিটিতে দোহারে আন্দোলন সংগ্রামে জড়িতদের নাম নেই! এই সমালোচিত উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান ছাত্ররা। তারা আরও হুঁশিয়ারি করে জানান, দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহা প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারত থেকে পাসপোর্ট ছাড়াই আসার পথে তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশি গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পাসপোর্ট ছাড়াই ভারত থেকে আসার সময় বাংলাদেশের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার এলাকা থেকে তাঁকে আটক করে বিজিবি। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সুমন রায় (২৬) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট উত্তর ঠাকুরগাঁও এলাকার অরুণ রায়ের ছেলে। সুমন রায়ের কাছ থেকে ভারতের ৫ হাজার ১৬০ রুপি, একটি মুঠোফোন সেট ও ভারতের সিমকার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।
ওই ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া বিওপির হাবিলদার জালাল আহাম্মেদ বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অবৈধ অনুপ্রবেশের (পাসপোর্ট আইনে) অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৪৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার–সংলগ্ন পুরোনো বাজার এলাকা দিয়ে ওই তরুণ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলেন। এ সময় বিজিবির তেঁতুলিয়া বিওপির টহলরত সদস্যরা ওই এলাকায় প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতর থেকে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
বিজিবির জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি গত বছরের ২০ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মীর্জাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি আবারও অবৈধ পথে দেশে ফিরছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীমান্তে আটক তরুণকে গতকাল থানায় হস্তান্তরের পর রাতেই তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁকে আদালতে হাজির করা হবে।