দোহারে বৈষম্যবিরোধীদের কমিটি বিলুপ্তি দাবি
Published: 24th, February 2025 GMT
ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে বিলুপ্তির দাবি সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র আন্দোলনকারীর একাংশের নেতারা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮-১৯ জুলাই ও ৪ আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করে পুলিশের হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের তান্ডব বাহিনীর হামলার শিকার হয়েছেন, তাদেরকে বাদ দিয়েই দোহার উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সদস্যরা আরও দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। অথচ কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য নিজেকে সমন্বয়ক দাবি করে একটি পকেট কমিটি ঘোষণা দেন। সেই কমিটিতে দোহারে আন্দোলন সংগ্রামে জড়িতদের নাম নেই! এই সমালোচিত উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান ছাত্ররা। তারা আরও হুঁশিয়ারি করে জানান, দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহা প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ট্রেন দেখে বাড়ি ফেলা হলো না নানা-নাতনির
ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহা। নানা বাবুল সরদার শখ করে নাতনিকে নিয়ে গিয়েছিলেন ট্রেন দেখাতে। কিন্তু দেখে আর ঘরে ফেরা হলো না তাদের। নানাবাড়িতে ঈদ করা হলো না শিশু মুনতাহার। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছে দু’জনই।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী-খুলনা রুটের বাঘইল দোতলা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল মুনতাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বাঘইল দোতলা সাঁকোর ওপরে ওঠেন।
এ সময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, নাতনিকে ট্রেন দেখাতে এসে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।