রেকর্ড গড়েই এমএলএসের নতুন মৌসুম শুরু করলেন মেসি
Published: 24th, February 2025 GMT
গত বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গোল করে বছরটা শুরু করেন লিওনেল মেসি। এরপর আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমেও ঝলক দেখিয়েছেন মেসি। নিজে গোল না পেলেও হারতে থাকা ইন্টার মায়ামিকে জোড়া গোলে সহায়তা করেছেন এই ফরোয়ার্ড।
আর্জেন্টাইন মহাতারকার কল্যাণে নিউইয়র্ক সিটির বিপক্ষে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই ম্যাচে প্রথম গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি। পরে অবশ্য রেকর্ডটা আরও সমৃদ্ধ করেছেন তিনি।
চেজ স্টেডিয়ামে আজ ম্যাচের ৫ মিনিটে টমাস আভিলেসের গোলে সহায়তা করেন মেসি। নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন টমাস আভিলেসের কাছে।
আরও পড়ুনমেসি–ঝলকে বাঁচল প্রায় ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলা মায়ামি২১ ঘণ্টা আগেমেসির কাছ থেকে বল পেয়ে গোল করতে একেবারেই বেগ পেতে হয়নি আভিলেসের। এই গোলের মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে দ্রুততম সময়ে ৪০ গোলে অবদান (২১ গোল ও ১৯ গোলে সহায়তা) রাখার নতুন রেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
মাত্র ২৬ লিগ ম্যাচে এই রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। পাশাপাশি এদিন দুই গোলে সহায়তা করে ক্যারিয়ারে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যাটাকে ৩৮১–তে নিয়ে গেলেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। এই রেকর্ডে মেসির আশপাশেও নেই কেউ।
ম্যাচ শেষে দলকে হার থেকে বাঁচানো মেসির দারুণ প্রশংসা করেছেন ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো।
৩৭ বছর বয়সী মেসিকে নিয়ে মাচেরানো বলেন, ‘সে এই দলের প্রাণ। মাঠে নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। সে মাঠে এমন একজন শিশুর মতো খেলে, যে কখনো হারতে চায় না। এটাই আমাদেরকে অনেকটা এগিয়ে রেখেছে। বিষয়টা শুধু সে মাঠে কী করে, তা নয়; বরং সতীর্থর্দের মধ্যে সে যেভাবে বিষয়টা ছড়িয়ে দেয়, সেটাও দারুণ। ৩৭ বছর বয়সে সে যা অর্জন করছে, সেটা অসাধারণ।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের প্রয়াত নেতা নাসিমের ছেলের নামে নিউইয়র্কে ১৪ অ্যাপার্টমেন্ট, দুদকের মামলা
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক বলছে, নিউইয়র্কের ওই ১৪টি অ্যাপার্টমেন্টের বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা।
আরও পড়ুনতখন ‘সাহস’ পায়নি, এখন তৎপর দুদক০৭ সেপ্টেম্বর ২০২৪এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তমাল মনসুর প্রয়াত মোহাম্মদ নাসিমের মেজ ছেলে, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন।
আরও পড়ুনমনসুর আলী মেডিকেলের নিয়ন্ত্রণ চান স্বাচিপ নেতা০২ জুলাই ২০২৪