আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার।

রোববার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবে হোক এটা প্রতিহত করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামীকাল সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, তারা সে ব্যবস্থা নেবে। আর আইনশৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে। অবনত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে।’

ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নারীদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে সরকার সব সময় সচেতন আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে সরকার সব সময় সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর স থ ত উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ১৪৪ ধারা প্রত্যাহার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির সহযোগী দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে জানানো হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার রাতে ১৪৪ ধারা জারি করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। গতকাল রাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করায় পুলিশকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় প্রথম আলোকে বলেন, মধ্যনগর থানার ওসি জানিয়েছেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা না থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুনসুনামগঞ্জে ‘যুবলীগ’ নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি২২ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক
  • ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: ছাত্রশিবির
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাবিতে সমাবেশ
  • নির্বাচন কবে জানালেন সিইসি
  • বিএনপি ক্ষমতায় গেলে সবকিছুর তদন্ত হবে: দুদু 
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের সমাবেশ
  • সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ১৪৪ ধারা প্রত্যাহার
  • ‘বইয়ের অনুবাদ স্বত্ব কেনা মোটেও সহজ নয়’