কত ঝড় বয়ে গেছে এতগুলো বছরে—বিরাট কোহলির গল্প তবুও বারবারই গিয়ে মেলে একই মোহনায়। সেঞ্চুরি করেন, ম্যাচ জেতান, রেকর্ডটাও গড়েন সব সময়ের মতোই। পাকিস্তানের বিপক্ষেও আজ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, ওয়ানডেতে ১৪ হাজার রানে দ্রুততম হিসেবে গড়েছেন রেকর্ডও।
তাঁর সেঞ্চুরির পর আনন্দ বয়ে গেছে পুরো ভারতীয় ড্রেসিংরুমেই। চার মেরে তাঁর তিন অঙ্কে পৌঁছানোর পর দলও জিতেছে। এত আনন্দের ভিড়ে বিরাট কোহলি স্বস্তি খুঁজছেন অন্য এক জায়গায়—আগামী এক সপ্তাহ যে তাঁদের কোনো ম্যাচ নেই। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন দিনের ব্যবধানে দুই ম্যাচ খেলা ফেলার পর ভারতের পরের ম্যাচটি ২ মার্চ।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফি: সেঞ্চুরি করেই ভারতকে জেতালেন কোহলি১১ ঘণ্টা আগে

কোহলি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর তাঁকে কথাটা মনে করিয়ে দেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ—এক সপ্তাহ ছুটি পেয়ে কেমন লাগছে? ‘সত্যি বলতে, ৩৬ বছর বয়স হয়ে গেলে ভালোই লাগে (হাসি)। আমি জানি না, যাদের ২৩–২৪ বছর তাদের কেমন লাগছে, আমার খুব ভালো লাগে। দুই দিন কিছুই করব না। কারণ, এখন অনেক কিছু করতে হয় মাঠে এ ধরনের পরিশ্রম করার জন্য।’
কোহলি যতই মাঠে পরিশ্রম করেন, তাঁর ব্যাট হাসছিল না অনেক দিন ধরেই। তাতে সমালোচনাও ধেয়ে আসছিল অবধারিতভাবেই। ওসব নিয়ে তাঁর ভাবনাটা কী? পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতিয়ে তিনি বলছেন, ওদিকে নাকি তাকানই না!

ম্যাচ শেষ কোহলিদের অভিনন্দন পাকিস্তানের খেলোয়াড়দের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আউটসোর্সিং নীতিমালার আওতায় কর্মীদের সুবিধা বাড়াল

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবাকর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫ জারি হয়েছে। এ নীতিমালায় সরকার সেবাকর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি সুবিধা প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ নীতিমালা জারি হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

পাশাপাশি সেবাকর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। একই সঙ্গে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে।

নারী সেবাকর্মীরা ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামেও ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে।

সর্বোপরি সেবাকর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ