মানসম্পন্ন হেলমেট ব্যবহারে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝুঁকি কমানো সম্ভব
Published: 23rd, February 2025 GMT
বিদ্যমান আইনগুলোর দুর্বল বাস্তবায়নের কারণে নিম্নমানের হেলমেটে বাজার ছেয়ে গেছে। ফলে লাখো মোটরসাইকেলচালকের জীবন ঝুঁকিতে পড়েছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে মানসম্পন্ন হেলমেটের ব্যবহার নিশ্চিত করতে হবে। মানসম্পন্ন হেলমেট ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলের চালক ও আরোহীদের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য মানসম্পন্ন হেলমেট ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বিশ্বব্যাংক, ব্র্যাক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ‘স্ট্যান্ডার্ড হেলমেট অ্যাডভোকেসি ইভেন্টে’ বক্তারা এ কথা বলেছেন। রোববার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা মানসম্পন্ন হেলমেট ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি এবং তা ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পরে ব্র্যাকের মিডিয়া রিলেশনস অ্যান্ড পার্টনারশিপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় বিপুলসংখ্যক মৃত্যু দেশের উদ্বেগজনক সড়ক নিরাপত্তাব্যবস্থাকে আরও নাজুক করেছে তুলেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিসংখ্যান মতে, ২০২৪ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭০৬ জন মারা গেছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৩১ দশমিক ১৩ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত বছর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২ হাজার ৬০৯ জন। চলতি বছরের জানুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৪৩ শতাংশের বেশি।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এ বিষয়ে প্রথমেই যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, তার মধ্যে রয়েছে মোটরসাইকেলচালকদের প্রশিক্ষণ, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা, চিহ্ন স্থাপন, পথচারীদের নিরাপত্তায় জোরদার, গতি পর্যবেক্ষণ এবং চালকদের মধ্যে কেউ মাদকসেবী কি না, তা চিহ্নিত করতে ‘ডোপ টেস্টিং’ বাস্তবায়ন করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এবং বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ভলকান লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক, বিশ্বব্যাংকের প্রোগ্রাম অফিসার দিলশাদ দোসানী প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন য় ম সরক র
এছাড়াও পড়ুন:
মানসম্পন্ন হেলমেট ব্যবহারে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝুঁকি কমানো সম্ভব
বিদ্যমান আইনগুলোর দুর্বল বাস্তবায়নের কারণে নিম্নমানের হেলমেটে বাজার ছেয়ে গেছে। ফলে লাখো মোটরসাইকেলচালকের জীবন ঝুঁকিতে পড়েছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে মানসম্পন্ন হেলমেটের ব্যবহার নিশ্চিত করতে হবে। মানসম্পন্ন হেলমেট ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেলের চালক ও আরোহীদের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য মানসম্পন্ন হেলমেট ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বিশ্বব্যাংক, ব্র্যাক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ‘স্ট্যান্ডার্ড হেলমেট অ্যাডভোকেসি ইভেন্টে’ বক্তারা এ কথা বলেছেন। রোববার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা মানসম্পন্ন হেলমেট ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি এবং তা ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পরে ব্র্যাকের মিডিয়া রিলেশনস অ্যান্ড পার্টনারশিপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় বিপুলসংখ্যক মৃত্যু দেশের উদ্বেগজনক সড়ক নিরাপত্তাব্যবস্থাকে আরও নাজুক করেছে তুলেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিসংখ্যান মতে, ২০২৪ সালে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭০৬ জন মারা গেছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৩১ দশমিক ১৩ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত বছর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২ হাজার ৬০৯ জন। চলতি বছরের জানুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৪৩ শতাংশের বেশি।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এ বিষয়ে প্রথমেই যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, তার মধ্যে রয়েছে মোটরসাইকেলচালকদের প্রশিক্ষণ, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা, চিহ্ন স্থাপন, পথচারীদের নিরাপত্তায় জোরদার, গতি পর্যবেক্ষণ এবং চালকদের মধ্যে কেউ মাদকসেবী কি না, তা চিহ্নিত করতে ‘ডোপ টেস্টিং’ বাস্তবায়ন করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন এবং বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ভলকান লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক, বিশ্বব্যাংকের প্রোগ্রাম অফিসার দিলশাদ দোসানী প্রমুখ।