পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অন্যতম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা সবার রয়েছে।  আমাদের দেশ থেকেও অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আসে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা ও শিক্ষার মান পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমেরিকার প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলতে পারে যে কারও। ২০২৫ সালে এ বৃত্তির আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়তে পারবেন যে কেউ। বৃত্তির নাম বোস্তানি ফাউন্ডেশন বৃত্তি । বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। ২০২৫ সালে শরৎ (অটাম) সেশনের জন্য এ বৃত্তি দেওয়া হবে। অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে আছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস ইলিয়ট, মার্ক জাকারবার্গসহ আরও অনেক নাম। বিশ্ববিদ্যালয়টি অনেক ক্ষেত্রে ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। হার্ভার্ডের এমবিএ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষার ব্যবসায়িক প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তি দুই বছরের কোর্সের জন্য।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশসহ নানা দেশের শিক্ষার্থীদের জন্য বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন উন্মুক্ত। তবে এ জন্য কিছু শর্ত আছে। যেমন: আবেদনকারী প্রার্থীকে একাডেমিক পড়াশোনায় ভালো হতে হবে। যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। হার্ভার্ড এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পাওয়ার পরে প্রার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
* ৭৫ শতাংশ টিউশন ফি প্রদান করবে;
* ভ্রমণ খরচ প্রদান করবে;
* বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা আছে;
আবেদন পদ্ধতি কীভাবে—
হার্ভার্ডের বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের একটি সিভি ছবিসহ পাঠাতে হবে। এ ছাড়া জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সেই বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃতিপত্রের চিঠি admissions@boustany-foundation.

org-তে পাঠাতে হবে। সব সিভি বাছাই করে তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকায় মনোনীত প্রার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের শেষ সময়
এ বছরের ৩১ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুইজারল্যান্ড ও মোনাকোভিত্তিক বোস্তানি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। নাবিল বোস্তানি ও তাঁর ছেলে ফাদির হাত ধরে এ ফাউন্ডেশনের পথচলা শুরু। এর আগে ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৭ সাল থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া হচ্ছিল। এরপর ২০০৬ সালে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই থেকে বোস্তানি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি দেওয়া হচ্ছে। v
আবেদনের বিস্তারিত জানা যাবে–
https://boustany-foundation.org/ scholarship-programmes/mba-harvard/

উৎস: Samakal

কীওয়ার্ড: র এমব এ র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২২ ফেব্রুয়ারি ২০২৫)

চ্যাম্পিয়নস ট্রফিতে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

চট্টগ্রাম আবাহনী–বসুন্ধরা কিংস
বিকেল ৩টা ???? টি স্পোর্টস ফুটবল ইউটিউব চ্যানেল

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

অস্ট্রেলিয়া–ইংল্যান্ড
বিকেল ৩টা ???? নাগরিক টিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার ইউনাইটেড
সন্ধ্যা ৬–৩০ মি. ???? স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–ওয়েস্ট হাম
রাত ৯টা ???? স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–চেলসি
রাত ১১–৩০ মি. ???? স্টার স্পোর্টস সিলেক্ট ১

মেয়েদের আইপিএল

দিল্লি ক্যাপিটালস–ইউপি ওয়ারিয়র্স
রাত ৮টা ???? স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হলস্টাইন কিল–লেভারকুসেন
রাত ৮–৩০ মি. ???? সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ড–ইউনিয়ন বার্লিন
রাত ১১–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ

আল ইত্তিহাদ–আল হিলাল
রাত ১২–১৫ মি. ???? সনি স্পোর্টস টেন ৫

লা লিগা

লাস পালমাস–বার্সেলোনা
রাত ২টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ

  • মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
  • ওয়ান ব্যাংক স্নাতক পাসে নেবে একাধিক কর্মী, সৃজনশীল হতে হবে
  • সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপনের রেট ঘোষণা
  • অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স, সরকারের টাকায় বিদেশে পড়াশোনা
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ ফেব্রুয়ারি ২০২৫)
  • এডুকো শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত
  • বাংলাদেশ পুলিশে চাকরি, পদ ১৬, আবেদন করুন দ্রুত
  • বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন লাখের বেশি
  • আজ টিভিতে যা দেখবেন (২২ ফেব্রুয়ারি ২০২৫)