পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ সম্প্রতি এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর
ড.
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ সম্প্রতি এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর
ড. মিল্টন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং এএনএসিভএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন। v