Samakal:
2025-03-29@09:59:51 GMT

পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

Published: 23rd, February 2025 GMT

পবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ সম্প্রতি এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর 
ড.

মিল্টন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং এএনএসিভএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির।  
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন। v
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত ভাড়া আদায়, রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা

এক যাত্রী রাজশাহী থেকে ফেনী যাবেন। বাস ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু, তার কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। এমন ঘটনা দেখে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

আল্পনা ইয়াসমিন বলেন, ‘‘ঈদ পরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টারে বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ