তথ্যপ্রযুক্তির এ সময়ে যোগাযোগের দক্ষতাকে অবহেলার সুযোগ নেই। ভিনদেশি ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার পাশাপাশি একটা তৃতীয় ভাষাও জানা চাই। কারণ বাংলা ও ইংরেজি ছাড়া আর কোনো ভাষা যদি আপনার জানা থাকে, সেটাই হয়তো আপনাকে চাকরিক্ষেত্রে আরও এগিয়ে দেবে।
ডুয়োলিঙ্গো : ভাষা শেখার জনপ্রিয় একটি অ্যাপ ডুয়োলিঙ্গো। এটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যাবে। এই অ্যাপটিতে ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়।
www.
মেমরাইজ : এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ। কারণ, অ্যাপটি গেম খেলার মাধ্যমে ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম। বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রতি মাসে প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়।
www.memrise.com/
ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ: বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা শেখার জন্য সেরা একটি সমাধান হলো ওপেন কালচার। অর্ধশত ভাষা শেখার সুযোগ আছে। এখানে ভাষা সম্পর্কিত কয়েক হাজার অডিও টিউটোরিয়াল পাওয়া যায়। যেগুলো বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ তার পছন্দমতো ভাষা শেখা শুরু করতে পারেন। ফারসি, ইসডোনিয়াক, আইসল্যান্ডিকের মতো ভাষা শেখার সুযোগও থাকছে এখানে। অডিও টিউটোরিয়াল হওয়ার কারণে যে কেউ চাইলে রাস্তায় চলতে চলতেও শিখে ফেলতে পারেন নতুন কোনো ভাষা। বিনা মূল্যে ব্যবহার করা যাবে এ সেবাটিও।
mangolanguages.com/
বুসুউ : ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় যাদের রয়েছে, বুসুউ অ্যাপটি তাদের জন্য চমৎকার কাজে দেবে। পছন্দের বিষয়ের পাঠগুলো যে কোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনামূল্যেই পাওয়া যায় অ্যাপটি। তবে মাসে কিছু ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অনেকসুবিধা প্রদান করে বুসুউ। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এয়ারপডসে আসছে সরাসরি অনুবাদ–সুবিধা
অ্যাপলের ইয়ারবাড এয়ারপডসে এবার সরাসরি (লাইভ) অনুবাদ–সুবিধা যুক্ত হচ্ছে। নতুন এই সুবিধা আইওএস ১৯ হালনাগাদের অংশ হিসেবে যুক্ত হবে; যা ২০২৫ সালের জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) উন্মোচন করা হতে পারে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপডসের সঙ্গে আইফোনের অনুবাদ অ্যাপ সমন্বিতভাবে কাজ করবে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ শুনতে পারবেন। নতুন এই সুবিধা ভ্রমণকারী, বহুভাষিক ব্যবহারকারী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে একজন ব্যবহারকারী এয়ারপডস পরে থাকলে আইফোন আশপাশের কথপোকথন শনাক্ত করবে, তা অনুবাদ করবে এবং ব্যবহারকারীর কানে সরাসরি শুনিয়ে দেবে। উদাহরণ হিসেবে একজন ইংরেজিভাষী ব্যবহারকারী এয়ারপডস পরে আছেন এবং তার সঙ্গে একজন স্প্যানিশভাষী কথা বলছেন। আইফোন সেই কথোপকথন শনাক্ত করে ইংরেজিতে অনুবাদ করবে এবং সেটি এয়ারপডসে শোনাবে। একইভাবে ইংরেজিভাষী ব্যক্তির উত্তর আইফোন স্প্যানিশে অনুবাদ করে উচ্চারণ করবে, যাতে অপর ব্যক্তি সেটি বুঝতে পারেন।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই সুবিধা স্মার্ট অডিও যন্ত্রের বাজারে অ্যাপলকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসবে। গুগলের পিক্সেল বাডস প্রো ২ ও স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো-তেও একই রকম অনুবাদ–সুবিধা রয়েছে। তবে অ্যাপলের উন্নত সফটওয়্যার ও হার্ডওয়্যার সমন্বয়ের কারণে এর অনুবাদ অভিজ্ঞতা আরও নিখুঁত হতে পারে।
সরাসরি অনুবাদ–সুবিধার পাশাপাশি আইওএস ১৯–এর নতুন হালনাগাদে অনুবাদ অ্যাপে বেশ কিছু নতুন সুবিধা যোগ করা হচ্ছে; যা অনুবাদব্যবস্থাকে আরও দ্রুত ও নির্ভুল করবে। এ ছাড়া অ্যাপল তৃতীয় প্রজন্মের এয়ারপডস প্রো এবং একটি সম্পূর্ণ নতুন মডেল তৈরির কাজ করছে। যেখানে বিল্ট-ইন ক্যামেরা ও অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থাকবে। নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীর চারপাশ বিশ্লেষণ করতে সক্ষম হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া