তথ্যপ্রযুক্তির এ সময়ে যোগাযোগের দক্ষতাকে অবহেলার সুযোগ নেই। ভিনদেশি ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার পাশাপাশি একটা তৃতীয় ভাষাও জানা চাই। কারণ বাংলা ও ইংরেজি ছাড়া আর কোনো ভাষা যদি আপনার জানা থাকে, সেটাই হয়তো আপনাকে চাকরিক্ষেত্রে আরও এগিয়ে দেবে।
ডুয়োলিঙ্গো : ভাষা শেখার জনপ্রিয় একটি অ্যাপ ডুয়োলিঙ্গো। এটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যাবে। এই অ্যাপটিতে ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়।
www.
মেমরাইজ : এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ। কারণ, অ্যাপটি গেম খেলার মাধ্যমে ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম। বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রতি মাসে প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়।
www.memrise.com/
ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ: বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা শেখার জন্য সেরা একটি সমাধান হলো ওপেন কালচার। অর্ধশত ভাষা শেখার সুযোগ আছে। এখানে ভাষা সম্পর্কিত কয়েক হাজার অডিও টিউটোরিয়াল পাওয়া যায়। যেগুলো বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ তার পছন্দমতো ভাষা শেখা শুরু করতে পারেন। ফারসি, ইসডোনিয়াক, আইসল্যান্ডিকের মতো ভাষা শেখার সুযোগও থাকছে এখানে। অডিও টিউটোরিয়াল হওয়ার কারণে যে কেউ চাইলে রাস্তায় চলতে চলতেও শিখে ফেলতে পারেন নতুন কোনো ভাষা। বিনা মূল্যে ব্যবহার করা যাবে এ সেবাটিও।
mangolanguages.com/
বুসুউ : ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় যাদের রয়েছে, বুসুউ অ্যাপটি তাদের জন্য চমৎকার কাজে দেবে। পছন্দের বিষয়ের পাঠগুলো যে কোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনামূল্যেই পাওয়া যায় অ্যাপটি। তবে মাসে কিছু ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অনেকসুবিধা প্রদান করে বুসুউ। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অ্যান্ড্রয়েডের ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে নতুন সুবিধা চালু হচ্ছে আইফোনে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা কাজে লাগিয়ে সহজেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে অনলাইন থেকে তথ্য খোঁজা যায়। আর তাই অনেকেই ছবি বা ভিডিওতে থাকা নির্দিষ্ট পণ্যের বিষয়ে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীদের জন্য জন্য ‘সার্কেল টু সার্চ’ সুবিধার আদলে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধা চালু করছে গুগল।
গুগল জানিয়েছে, আইফোনের জন্য তৈরি ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ সুবিধাটি গুগল ও ক্রোম ব্রাউজারের আইওএস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। তবে এটি ব্যবহারের পদ্ধতি অ্যান্ড্রয়েডের তুলনায় কিছুটা জটিল। অ্যান্ড্রয়েডে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা সরাসরি ব্যবহার করা গেলেও আইফোনে তা সম্ভব হবে না। সুবিধাটি চালুর জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের তিনটি ডট আইকনে (মেনু) ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ অপশন নির্বাচন করলে ক্রোমের অ্যাড্রেস বারে গুগল লেন্সের আইকন দেখা যাবে। আইকনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
আরও পড়ুনঅ্যান্ড্রয়েডের যে সুবিধা আইওএসে যুক্ত করছে অ্যাপল২৬ নভেম্বর ২০২৪গুগলের তথ্যমতে, কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের জন্য সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স সুবিধা চালু করা হবে। তবে এ সুবিধা শুধু গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য আইফোন ব্যবহারকারীদের অবশ্যই গুগল অ্যাপ বা ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হবে।
সূত্র: বিজিআর