স্মার্টফোনে সময়ের যে আধিপত্য, তার পেছনে অ্যাপ হচ্ছে প্রধান সঞ্চালক। আবার অ্যাপের কারণেই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ডিজিটাল দুনিয়া। নিরাপত্তা হারাচ্ছে ব্যক্তিজীবন ও ডিজিটাল অর্থ। অজ্ঞাতে ডাউনলোড হওয়া অ্যাপ কতটা বিপজ্জনক রূপ ধারণ করেছে, তা নিয়ে লিখেছেন সাব্বিন হাসান
হুটহাট কারণ ছাড়াই স্মার্টফোনে নিজে থেকে ডাউনলোড হচ্ছে অ্যাপ। অনেকেই এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। হঠাৎ করে অ্যাপ ডাউনলোড হতে শুরু করলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। ডাউনলোড উৎসের ঠিকঠাক খোঁজ মেলে না। অজান্তে ডাউনলোডের জেরে অনেক সময়ই প্রয়োজন নেই এমন অ্যাপ স্টোরেজে জায়গা করে নেয়।
ফলে স্মার্টফোনের স্টোরেজে পড়ে বাড়তি চাপ। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ অ্যাপ ডাউনলোডের কারণে বহুমুখী সমস্যা দৃশ্যমান হয়। সুতরাং স্বয়ংক্রিয় (অটোমেটিক) অ্যাপ ডাউনলোড বন্ধ করা বিশেষ ক্ষেত্রে জরুরি। নিজের ডিভাইসে যে কোনো অ্যাপ ডাউনলোড হওয়ার অনুমতি (পারমিশন) দেওয়া নির্বুদ্ধিতার পরিচয়। এমন যেন না ঘটে, সে জন্য বেশ কিছু বিষয় জানা প্রয়োজন।
প্রদেয় শর্তসাপেক্ষ
প্রথমেই অ্যাপ ডাউনলোডে দেওয়া অনুমতি বদলে নিতে হবে। নিজের ডিভাইসের অ্যাপ সেটিংসে প্রবেশ করতে হবে। অ্যাপ বিকল্পে ট্যাপ করতে হবে। এবার যে অ্যাপ পরিবর্তন করতে চাইছেন, তাতে ট্যাপ করতে হবে। বিশেষ ক্ষেত্রে অ্যাপটি খুঁজে না পেলে সব অ্যাপ দেখে বিকল্পে ট্যাপ করতে হবে।
তার পর খোঁজ করা অ্যাপটি নির্বাচন করতে হবে। অনুমতি বিকল্প অংশে ট্যাপ করতে হবে। কোনো অ্যাপকে অনুমতি দিলে বা বাতিল করার প্রয়োজন হলে তা এখানে পাবেন। অনুমতিবিষয়ক সেটিংস বদলের প্রয়োজনে ওখানে ট্যাপ করতে হবে। তারপর অনুমতি দিতে চাইলে বা অনুমতি না দিলে বিকল্প অপশন বেছে নিতে হবে। মাইক্রোফোন, লোকেশন ও ক্যামেরাবিষয়ক অনুমতির জন্য উল্লিখিত বিষয়ের মধ্য থেকে নিজের প্রয়োজন নির্বাচন করার সুযোগ নিতে হবে। তখন অ্যাপ যে কোনো সময় প্রদেয় অনুমতি মেনেই যথাযথ কাজ করবে। এমনকি যখন অ্যাপ ব্যবহার করেন না, তখনও ওই নির্দেশ বহাল থাকবে। শুধু অ্যাপ ব্যবহার করার সময়ে অনুমতি অ্যাকশন ব্যবহার করতে হবে। প্রতিবার অ্যাপ খোলার সময় অনুমতি চাইবে। অ্যাপ বন্ধ না হওয়া পর্যন্ত প্রদেয় অনুমতি নির্দেশনা মেনে চলবে।
অনুমতি পরিবর্তন
নিজের ডিভাইসে সেটিংস অ্যাপে যেতে হবে। সুরক্ষা, গোপনীয়তা ও পারমিশন ম্যানেজার বিকল্পের পর ট্যাপ করতে হবে। সেখানে কোনো অ্যাপে অনুমতি দিলে বা বাতিল করলে তা দেখতে পারবেন। অ্যাপের অনুমতি পরিবর্তনের প্রয়োজনে অনুমতি সেটিংস নির্বাচন করতে হবে। নিজে থেকে এখন আর কোনো অ্যাপ ডাউনলোড হতে পারবে না।
নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব জনপ্রিয় ও সুপরিচিত অ্যাপ ডাউনলোড করলেও নিরাপত্তার দিক থেকে পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবেন, তা কিন্তু নয়। গবেষকরা এমন কথা জানিয়েছেন। অ্যান্ড্রয়েড সফটওয়্যার পরিচালিত ডিভাইসে গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা জনপ্রিয় সবকটি অ্যাপের মধ্যে কয়েক শতাংশ অ্যাপ বিশেষ ক্ষেত্রে ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে, যা ব্যবহার করা হলে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তায় ঝুঁকি তৈরি হয়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হওয়া জনপ্রিয় কয়েক হাজার অ্যাপ নিয়ে পরিচালিত গবেষণায় এমন তথ্য জানা গেছে।
চিহ্নিত সব অ্যাপ সামাজিক যোগাযোগ, বিকিকিনি (ই-কমার্স), সংবাদ ও বিনোদনের সঙ্গে যুক্ত।
অ্যাপকেন্দ্রিক ঝুঁকি এড়াতে অ্যান্ড্রয়েড ইউআরএল রিস্ক অ্যাসেসর (এইউআরএ) নামে সফটওয়্যার কাজ করে। টুল ব্যবহারে জানা যায়, কয়েক হাজার অ্যাপসে লক্ষাধিক ওয়েবসাইট জড়িয়ে আছে। গবেষণা বলছে, জনপ্রিয় অনেক অ্যাপ ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে নিয়ে যায়।
যদি অ্যাপ জটিল সাইটের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় এবং অ্যাপ ও সাইটের আয় নিশ্চিত হয়, তবে বিশেষ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহক তার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি একেবারেই জানেন না। ভুক্তভোগী অধিকাংশই মনে করেন, অ্যাপ জনপ্রিয় ও বড় প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করার মানে সেটি নিরাপদ। সতর্ক হওয়ার শর্তে, এমন ধারণা
আদৌ ঠিক নয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: অ য প ড উনল ড ব যবহ র কর ট য প করত জনপ র য় ব কল প
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
চুয়াডাঙ্গা সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আবদুর রাজ্জাক (৬৫) এবং মোহাম্মদজমা গ্রামের চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহাম্মদজমা গ্রাম থেকে সরোয়ার হোসেন চালের বস্তা নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। সিন্দুরিয়া গ্রামের একটি গ্রামীণ সড়ক দিয়ে এসে নয়মাইল এলাকায় মহাসড়কে ওঠার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, বাসের চাপায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত ব্যক্তিদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। তাঁদের শনাক্ত করতে সময় লেগেছে।