সাশ্রয়ী দামের স্মার্টফোনে গ্রাহকের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। মধ্যম বাজেটের এমন গ্রাহক চাহিদা বিবেচনা করে মডেল ডিজাইন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। বাংলাদেশের গ্রাহক চাহিদা পূরণে ব্র্যান্ডটি বাজেটবান্ধব ও টেকসই শর্তকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলে নির্মাতারা জানান।
ডিসপ্লের ভেতর-বাহির
মডেলের ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.
কারিগরি বৈশিষ্ট্য
মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট, ৮ জিবি র্যাম (যা আরও ৮ জিবি বাড়িয়ে নেওয়া সম্ভব) ও ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডিভাইসে মাল্টিটাস্কিং ও গেমিং সুবিধা রয়েছে। হাই-গ্রাফিকস গেমে ব্যবহারকারী সামান্য ধীরগতির অভিজ্ঞতা পেতে পারেন।
স্মৃতিময় মুহূর্ত
মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ডুয়াল সেটআপ রয়েছে। বিশেষ মুহূর্তকে ক্যামেরায় ধারণে রয়েছে সেলফি ক্যামেরা, যা রঙের প্রাকৃতিক টোন বজায় রেখে স্বচ্ছ ছবি নিশ্চিত করবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ডিভাইসটি ৩০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ছাড়াও ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন দেবে। পূর্ণ চার্জে টানা ৪৮ ঘণ্টা আগের সব মডেলকে ছাড়িয়ে ব্যাটারি সুবিধা ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। সে অর্থে দৈনন্দিন ব্যবহারে ব্যাটারি টানা দু’দিন চার্জ সুবিধা দেবে। মাত্র ২ শতাংশ চার্জে টানা ৫৫ মিনিট কথা বলা যাবে।
জানা গেছে, মডেলে রয়েছে ৩৫ ওয়াটের চার্জিং সুবিধা। পূর্ণ চার্জ হতে সময় লাগে
৯০ মিনিট। পানি থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ ফিচার। ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিস্ট্যান্সে পাঁচতারকা রেটিংসহ
এসজিএস সার্টিফিকেশন পাওয়া।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদে লিভিংরুমের সৌন্দর্য বাড়াতে একটি জিনিস বদলে নিতে পারেন
ঈদে উৎসবের আমেজ ঘরে-বাইরে সব জায়গায়। এই দিনটিতে বাড়িতে অনেক অতিথি আসেন। এই দিনটিতে ঘরের সৌন্দর্য একটু পাল্টে নিতে পারেন। আর তাহলো ঘরের মেঝেতে নতুন একটি গালিচা পেতে দিতে পারেন। প্রকৃতিতে এখন বসন্ত আর গ্রীষ্মের মিশেল প্রভাব। এই সময় হালকা রঙের আরামদায়ক কার্পেট ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে। যা চোখকেও আরাম দেবে। রুচির সঙ্গে রং আর মোটিফ বেছে নিতে পারেন।
ফুল-ছাপের গালিচা: ফুল ছাপের কার্পেট প্রকৃতির সৌন্দর্য দেবে। ফুলের নকশা আঁকা অথবা জলরঙে ফুলের ছাপ দেওয়া গালিচা ঘরের মেঝেতে বিছিয়ে দিলে দারুণ দেখাবে। রঙের ক্ষেত্রে পিচ, ল্যাভেন্ডার বা পুদিনা সবুজ রঙকে প্রাধান্য দিতে পারেন।
প্যাস্টেল রঙের গালিচা: এই গরমে চোখের আরাম পেতে বেছে নিতে পারেন প্যাস্টেল রঙের গালিচা। এ ছাড়া গোলাপি, হালকা নীল, অথবা ফ্যাকাশে হলুদও চোখে আরাম দেয়। হালকা রঙের গালিচা বিছালে ঘরও বড় মনে হয়।
আরো পড়ুন:
‘নিপল ডিসচার্জ’ থেকে কি ক্যান্সার হয়?
ঈদের আগে বাড়িতে হেয়ার স্পা করার দুইটি পদ্ধতি
পাতাবাহার গালিচা: বিভিন্ন রঙের পাতা আঁকা গালিচা দিয়ে বাইরের ঘরকে নজরকাড়া করে তুলুন। ফুলের এবং পাতার সমাহারে পরিবেশ সতেজ দেখাতে পারে।
হালকা পাটের গালিচা: ঘর সাজাতে যারা দেশের পণ্য প্রাধান্য দেন তারা পাটের তৈরি কার্পেট বেছে নিতে পারেন। হাতে বোনা, পরিবেশবান্ধব গালিচা ঘরকে রাখবে প্রাণবন্ত। ঘর দেখাবে খোলামেলা।
ডোরাকাটা এবং জ্যামিতিক গালিচা: ঘরে নতুনত্ব আনতে বিছিয়ে দিতে পারেন ডোরাকাটা বা জ্যামিতিক গালিচা। এই ধরনের গালিচা প্যাস্টেল রঙের হলে ভালো হয়। এ ছাড়া হালকা সবুজ, হালকা নীল হলেও ভালো লাগবে।
ঢাকা/লিপি