Samakal:
2025-04-23@05:59:08 GMT

প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক

Published: 23rd, February 2025 GMT

প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক

যেই সময়ে দেশব্যাপী সেনাসদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান, সেই সময়েই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান অপরাধ সংঘটিত হইবার উদ্বেগজনক তথ্য আসিতেছে। রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, প্রত্যহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের বহুমাত্রিক তৎপরতার খবর মিলিতেছে এবং সংশ্লিষ্টরা এতটাই বেপরোয়া, ভুক্তভোগীকে প্রকাশ্যে অস্ত্রাঘাতে জখম করিতেছে। প্রকাশ্য দিবালোকে বাসে আরোহণ করিয়া যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা লুণ্ঠন করিতেছে। এমনকি চলমান বাসে অস্ত্রের মুখে নারীর শ্লীলতাহানিও ঘটাইতেছে। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারিতে সমগ্র দেশে হত্যাকাণ্ডের শিকার হন ২৯৪ জন। এই সময়ে ১৭১টি চুরি, ৭১টি ডাকাতি, ১০৫টি অপহরণ এবং ১ সহস্র ৪৪০ জন নারী- শিশু নিপীড়নের ঘটনা ঘটে। গত বৎসর একই সময়ে হত্যার শিকার হন ২৩১ জন, ডাকাতি ২৯, চুরি ১৪১, অপহরণ ৪৩ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে ১ সহস্র ৪৩টি। স্পষ্টত, গত বৎসরের জানুয়ারি অপেক্ষা এই জানুয়ারিতে সকল প্রকার অপরাধই বৃদ্ধি পাইয়াছে। শুধু ইহা নহে; অপরাধ বিশেষজ্ঞদের ভাষ্য, পুলিশের অপরাধ পরিসংখ্যান দিয়া সমাজের প্রকৃত চিত্র অনুধাবন কঠিন। কারণ, ঘটনার শিকার হইয়াও অনেকে মামলা করিতে চাহেন না। মামলা হইলেও পুলিশ গড়িমসি করে। উপরন্তু অভিযোগ, একাদিক্রমে অপরাধমূলক তৎপরতার তথ্যপ্রাপ্তির পরও পুলিশের কাহারও কাহারও মধ্যে রহিয়াছে আত্মতুষ্টির ছাপ। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হইলেই উহা লইয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হইতেছে। এমনকি রাজধানীর অধিকাংশ থানায় নূতন মুখ হওয়ায় তাহারা এখনও এলাকাভিত্তিক অপরাধী এবং গোয়েন্দা তথ্য না রাখায় অকুস্থলে যথাসময়ে উপস্থিত হইতে পারেন নাই। ফলস্বরূপ, জেল হইতে নিষ্কৃতি পাইয়া পুনরায় অনেককে বড় অপরাধ সংঘটনে সংশ্লিষ্ট হইতে দেখা যাইতেছে।

শনিবার পুলিশ সদরদপ্তর জানাইয়াছে, সমগ্র দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ১৪ দিনে সাকল্যে গ্রেপ্তারের সংখ্যা ৮ সহস্রাধিক। অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হইয়াছে ৫৭২ জন। এতৎসত্ত্বেও অপরাধের ঘটনা বৃদ্ধি পাইল কেন? সম্ভবত এই প্রশ্নের উত্তর হিসাবেই সাবেক পুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলিয়াছেন, অভিযানের মধ্যেও অপরাধমূলক তৎপরতা ইঙ্গিত দেয়– ততটা কার্যকরী অভিযান হইতেছে না। অপরাধ প্রতিরোধে চলমান কার্যক্রম আশানুরূপ নহে। এই প্রসঙ্গে অপরাধ বিশ্লেষক ড.

তৌহিদুল হকের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলিয়াছেন, অভিযান সামগ্রিকভাবে না হইলে কাঙ্ক্ষিত ফল আসিবে না। তাঁহার পরামর্শ, রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব না দিয়া যাহারাই অপরাধে সংশ্লিষ্ট হইবে, তাহাদের হস্তে লৌহকঙ্কণ পরাইতে হইবে।
জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি হইতে ৫ সহস্র ৭৫০টি অস্ত্র লুট হয়। সেই অস্ত্রগুলির মধ্যে এখনও বেহাত ১৩ শতাধিক অস্ত্র। লুণ্ঠিত অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হস্তগত হইয়াছে বলিয়া ধারণা করা হইতেছে। এহেন প্রেক্ষাপটে অপরাধ বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এহেন অবনতি এমন সময়ে ঘটিতেছে যখন খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক ডিসি সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষায় শক্ত হস্তে পদক্ষেপ গ্রহণের কথা বলিয়াছেন। ইহার অর্থ প্রধান উপদেষ্টার নির্দেশ বা আহ্বান মাঠে যথাযথভাবে প্রতিফলিত হইতেছে না, যাহা দুঃখজনক। আমাদের প্রত্যাশা, পুলিশের দুই কর্মকর্তার সমকালকে প্রদত্ত বক্তব্য অনুযায়ী, বিভিন্ন বাহিনীর সহিত আরও কার্যকর সমন্বয়ে অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হইবে। এই বিষয়ও বিবেচনায় রাখিতে হইবে, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার যদি চলমান অভিযানের উদ্দেশ্য হয়, তাহা হইলে আটকের সংখ্যা বৃদ্ধি পাইবে বটে, প্রকৃত কার্যসিদ্ধি হইবে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: অপর ধ ই সময় হইত ছ সহস র চলম ন

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা 

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে প্রশাসনের লোকজন অভিযান না চালিয়ে ফিরে আসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকার ঘোড়াশাহ বাবার মাজারে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনায় ঘোড়াশাহ মাজারে যান। এসময় তাদের বাধা দেন মাজারে উপস্থিত ভক্ত-অনুসারীরা। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন। 

আরো পড়ুন:

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর

ভেড়ামারা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, “মাদক বিরোধী অভিযানে গেলে মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। যে কারণে অভিযান পরিচালনা করতে না পেরে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি। কারা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপাতত এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।”

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “প্রশাসনের লোকজন দেখেই উষ্মা প্রকাশ করেন লাল পোশাক পরিহিত কিছু উচ্ছৃঙ্খল ভক্ত-আশেকান। প্রশাসন কাজ শুরুর আগেই তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাধার মুখে শেষ পর্যন্ত  প্রশাসনের লোকজন ফিরে আসেন।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, ““আমিও শুনেছি ঘটনাটি। আমরা রেগুলার মামলার প্রস্তুতি নিচ্ছি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বব্যাপী ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ
  • জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত
  • দুই বাংলাদেশিকে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
  • ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্ট
  • আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার
  • কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা 
  • শরীয়তপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি
  • সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মেডিকেল শিক্ষার্থীদের, সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
  • গৌরীপুরে পৃথক খুনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ, পুলিশ বলছে দ্রুত গ্রেপ্তার হবে আসামি