‘বন্ধু’ মোদিকে কেন ছাড় দিলেন না ট্রাম্প
Published: 23rd, February 2025 GMT
গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে তুলকালাম ঘটিয়ে চলেছেন। ওভাল অফিসে প্রবেশের আগেই দূতিয়ালি করে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করান, যা পাল্টাপাল্টি জিম্মি ও বন্দিবিনিময়ের মধ্য দিয়ে অব্যাহত। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্যও কাজ শুরু করেছেন ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রতিনিধিরা রিয়াদে রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে ট্রাম্পের। অচিরেই হয়তো দু’নেতার বৈঠক হতে পারে।
এই সব কিছুর মধ্যে একটি বিষয় চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্র তার প্রথাগত মিত্র ইউরোপকে দূরে ঠেলেই সামনে এগোনোর চেষ্টা করছে। গ্রিনল্যান্ড দখলের বার্তা দিয়ে এরই মধ্যে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের সঙ্গে দূরত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। পাশাপাশি ইউক্রেনকে না নিয়েই রাশিয়ার সঙ্গে আলোচনায় যাওয়ায় নাখোশ ইউরোপের দেশগুলোও। কার্যত দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এ পথচলা অনেকটাই নির্ভার। সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ সর্বাগ্রে। এতে প্রথাগত ‘অমিত্র’ দেশের সঙ্গেও হাত মেলাতে ট্রাম্পের আপত্তি নেই। আবার ‘বন্ধু’ হলেও আর্থিক লোকসান দিয়ে তিনি চালিয়ে যাবেন, এমনটাও হবে না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে ট্রাম্প এমন কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, যা কেবল ভারতের অর্থনীতির জন্য চাবুকের আঘাত শুধু নয়, অপমানেরও বটে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভারতীয় মুদ্রা রুপির দর ক্রমাগত পড়তে শুরু করে, যা এরই মধ্যে সর্বকালের রেকর্ড ভেঙেছে। বর্তমানে এক ডলারের জন্য ভারতকে দিতে হচ্ছে ৮৬ রুপিরও বেশি। যুক্তরাষ্ট্রে যাওয়া নথিপত্রহীন ভারতীয়দের হাত-পায়ে শিকল বেঁধে সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প।
গত ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মোদির উপস্থিতিতেই ভারতীয় পণ্যে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা অনুরূপ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এ ধরনের শুল্ক ভারতের অর্থনীতির জন্য এক বড় আঘাত হয়ে দেখা দিতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের এক বড় বাজার। ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে, ভারতে মার্কিন পণ্য যে পরিমাণ শুল্কের মুখোমুখি হয়, ঠিক একই পরিমাণ শুল্ক বসবে মার্কিন বাজারের ভারতীয় পণ্যের ওপর।
কার্যত ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ব্যাপক। রয়টার্স জানায়, এ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবেশি ৪৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভস অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানি করেছে ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের; ভারতে রপ্তানি করেছে ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য।
এদিকে, দ্য হিন্দু অনলাইন জানায়, ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে এতদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ বাতিল করেছে। গত মঙ্গলবার ব্যক্তিগত বাসভবন ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, ‘আমরা ভারতে কেন ২১ মিলিয়ন ডলার দিয়ে যাচ্ছি? তাদের এমনিতেই প্রচুর অর্থকড়ি।’
ওয়াশিংটন সফরকালে মোদিকে উচ্চ মূল্যের মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন ট্রাম্প। ভারতের সামরিক সক্ষমতার জন্য সর্বনিম্ন ৪২টি যুদ্ধবিমানের প্রয়োজন হলেও চীনকে মোকাবিলায় তাদের আছে ৩১টি। এ কারণে মোদি সরকারকে এ বিমান কেনার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যা নিয়ে তুমুল সমালোচনামুখর দেশটির বিরোধী দলগুলো। তাদের দাবি, এসব বিমান অত্যন্ত ব্যয়বহুল হলেও সর্বাধুনিক নয়। ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে, ট্রাম্পের মিত্র ইলন মাস্কই অতীতে এ যুদ্ধবিমানের সমালোচনা করেছেন। তবে শুল্ক নিয়ে ট্রাম্প যে কেবল ভারতের ওপর চড়াও হচ্ছেন, এমনটা নয়। এরই মধ্যে চীনের পণ্যে তিনি ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তা এক মাসের জন্য স্থগিত করেছেন। ইউরোপকে হুমকি দিয়েছেন শুল্কের। ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপও নিচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে চীন মার্কিন পণ্যে ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আরও কয়েকটি দেশ কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় অঘোষিতভাবে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প মূলত ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি নিয়ে এগোচ্ছেন। তিনি যে রাজনীতি করছেন, তা তাঁর পূর্বসূরিদের চেয়ে বেশ ভিন্ন। তাঁর প্রশাসন বিদেশি ব্যয় কমিয়ে দিয়েছে, যা বিশ্বজুড়ে নানা সংকট তৈরি করেছে। বিশ্বব্যাপী ইউএসএআইডির মতো প্রতিষ্ঠানের সহায়তা বন্ধ করে দিয়েছে। এতে এমন অনেক প্রতিষ্ঠানে ধাক্কা লেগেছে, যেগুলো মানবিক সহায়তা দিয়ে থাকে। ট্রাম্প যুদ্ধ চান না; যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী দেখতে চান।
তুহিন তৌহিদ: জ্যেষ্ঠ সহসম্পাদক, দৈনিক সমকাল
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই কাঙ্খিত অগ্রিম বুকিং
‘সাগরকন্যা’ খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সারাবছরই দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের আনাগোনা একটু বেশি দেখা যায়। এই ঈদেও কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে- এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে প্রতি বছরের তুলনায় অগ্রিম বুকিং কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। পর্যটকদের উন্নত সেবা দিতে হোটেল মোটেল ও রিসোর্টগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, প্রতিটি আবাসিক হোটেল ধোয়া-মোছা, সাজসজ্জাসহ পরিপাটি করে রাখা হয়েছে। রেস্তোরাঁগুলো ঐতিহ্যবাহী খাবার তৈরির পূর্ব প্রস্তুতি সেরেছে। একসময়ে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুম ধরা হলেও পদ্মা সেতু উদ্বোধনের পর পর্যটকে কম-বেশি ভরপুর ছিল থাকে কুয়াকাটা। তবে পুরো রমজান মাসে ৩০ কিলোমিটার সৈকতে একেবারেই ছিল পর্যটকশূন্য। মুক্ত সৈকতে বিচরণ করছে লাল কাঁকড়ার দল; আবার মাঝে মাঝে দেখা যায় পরিযায়ী পাখিদের ছোটাছুটি। ট্যুর অপারেটররা বলছেন, ঈদের পর যারা কুয়াকাটা ভ্রমণ করবেন, তারা প্রাকৃতিক সৌন্দর্যের ‘আসল রূপ’ দেখতে পাবে।
কুয়াকাটায় রাত্রিযাপনের জন্য ছোট-বড় ২০০টির বেশি আবাসিক হোটেল রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার। তবে লম্বা ছুটির দিনগুলোতে লাখো পর্যটকের আগমন ঘটে এখানে। ফলে কিছুটা সংকট হতে পারে রাত্রিযাপনের রুমগুলোতে। তবে গত কয়েক বছরের তুলনায় এই ঈদে ছুটি বেশি হওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল প্রতি বছরের চেয়ে পর্যটক বেশি হবে। কিন্তু অগ্রিম বুকিং পেলেও তা গত কয়েক বছরের চেয়ে কম। প্রতিবছর এমন সময়ে প্রায় ৭০-৮০ শতাংশ অগ্রিম বুকিং হয়ে যায় আর এ বছর গড়ে বুকিং মাত্র ৪০-৫০ শতাংশ; এমনটাই নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ।
হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের এজিএম আল-আমিন আপন সমকালকে বলেন, ‘ঈদের পর আমরা ২০ শতাংশ ছাড় দিয়ে বুকিং নিয়েছি, যাতে পর্যটকরা কুয়াকাটার প্রতি বেশি আকৃষ্ট হন। এরই মধ্যে ৫০ শতাংশ কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে। আশা করছি, বাকি কক্ষ ঈদের পর বুকিং হয়ে যাবে, গত বছর এই সময়ে পরোপুরি বুকিং ছিল সেই তুলনায় কম। পর্যটকদের সেবার মান বাড়াতে ধোয়া-মোছাসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সৈকতের আচার দোকানি রাসেল রুম্মান বলেন, ‘রমজানে পর্যটক না থাকায় বিক্রি ছিল না। প্রতি বছরই ঈদের পর খুব ভালো বিক্রি করি। তবে এ বছর আরও বেশি হবে বলে আশা রাখছি। কারণ, এখন দেশের সব জেলার সঙ্গে কুয়াকাটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ। তাই এক মাস কোনো বিক্রি না হলেও আমরা চিন্তিত নই। কারণ, আশায় আছি, খুব ভালো পর্যটক আসবে কুয়াকাটায়।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটিকে কেন্দ্র করে সপ্তাহজুড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার পর্যটক আসার সম্ভাবনা আছে। তবে যারা অগ্রিম বুকিং দিয়ে কুয়াকাটায় এ সময়ে আসবেন, তারা সাশ্রয়ীভাবে ভ্রমণ করতে পারবেন।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ মোতালেব শরীফ বলেন, ঈদকে ঘিরে অগ্রিম বুকিং পাচ্ছেন। তাই সব হোটেলকে নির্দেশ দেওয়া আছে, যাতে কেউ পর্যটকদের সঙ্গে প্রতারণা না করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকদের সমাগম হবে। এটাকে মাথায় রেখে তারা কাজ শুরু করছেন। বিভিন্ন স্থানে টহল, হোটেল-রেস্তোরাঁয় তদারকিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে তারা সার্বক্ষণিক নিয়োজিত আছেন।