Risingbd:
2025-12-14@07:31:06 GMT

ঘরের মাঠে রিয়ালের জয়

Published: 23rd, February 2025 GMT

ঘরের মাঠে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে টেবিলের তৃতীয় স্থানে। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে টেবিলের একাদশতম স্থানে।

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে রদ্রিগোর উড়িয়ে মারা বলে হেড নিয়ে ক্লিয়ার করেন জিরোনার রক্ষণভাগের খেলোয়াড়। সেটা ডি বক্সের বেশ খানিকটা সামনে পেয়ে যান মদ্রিচ। সেখান থেকে শট নেন। সেটি বক্সের ডান কোনা দিয়ে জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

আরো পড়ুন:

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল। ৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে ডানদিক থেকে ভিনিসিউসকে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার বাড়ানো বল পেয়ে  ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ