দুপুর গড়িয়ে বিকেল শুরু হবে। শের-ই-বাংলার ফার্নিচার মার্কেটের উপরে হঠাৎ গণমাধ্যম কর্মীদের হুড়োহুড়ি। লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটুর সঙ্গে সিসিডিএম কার্যালয়ে ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর আগমন ঘটে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন রূপগঞ্জের কর্তার সঙ্গে আফিফের আগমনই স্পষ্ট করে দেয় তিনি কোন ক্লাবে যাচ্ছেন। অথচ কয়দিন আগেই ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের সঙ্গে আফিফ চুক্তি করেছিলেন আসন্ন আসরে আকাশী-নীল জার্সিতে খেলার জন্য।

হঠাৎ কী এমন হলো আবাহনী ছেড়ে রূপগঞ্জে পাড়ি জমালেন এই বাঁহাতি ক্রিকেটার। আবাহনীর এক অফিসিয়াল রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন আফিফের সঙ্গে তাদের চুক্তির কথা। কিন্তু আর্থিক দিক বনিবনা না হওয়ায় এবং পরবর্তীতে রূপগঞ্জ থেকে আরও বড় অঙ্কের অফার পাওয়ায় মূলত আফিফের শেষ মুহুর্তে ক্লাব-বদল।

আরো পড়ুন:

উঁচু মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া

সাকিবের ‘ইউটার্ন’

শেষ দিকে শের-ই-বাংলায় আফিফের ক্লাব বদল নিয়ে নাটকীয়তা চলে। আবাহনীর এক কর্তা তাকে বোঝানোরও চেষ্টা করেছেন, কিন্তু আফিফ তাতে রাজি হননি। শেষ পর্যন্ত বিকেল ৩টা নাগাদ রূপগঞ্জের কর্তা টিটুর উপস্থিতিতে দল বদলের ফরমে আনুষ্ঠানিকভাবে সাক্ষর করেন আফিফ।

আবাহনী অফিসিয়াল রাইজিংবিডিকে বলেন, “আমাদের সঙ্গে আফিফের কিছুদিন আগে চুক্তি হয়। ক্লাবের আর্থিক দিন বিবেচনায় নিয়ে ২০ শতাংশ টাকা কম দেয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে আফিফকে চুক্তি মোতাবেক দিতে চাইলেও তিনি রাজি হননি।’’

আফিফের সঙ্গে ৩৫ লাখ টাকায় আফিফের চুক্তি হয়েছিল। ২০ শতাংশ টাকা কম দেওয়া হবে ক্লাব থেকে এমন বার্তার পর আফিফ বেঁকে বসেন। মাঝে রূপগঞ্জ তাকে অফার করে ৩৮ লাখ টাকা পারিশ্রমিকের। আবাহনী অফিসিয়ালের দাবি, আফিফকে চুক্তি অনুযায়ী ৩৫ লাখ টাকা দিতে রাজি ছিল ক্লাব। ততক্ষণে আফিফ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

রূপগঞ্জের এক কর্তা রাইজিংবিডিকে বলেন, “আফিফকে দলে নেওয়ার বিষয়ে সিসিডিএম থেকে কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা নিয়ম মেনে তাকে নিয়েছি।”

টাকার বিষয়টি জানতে চাইলে এই কর্তা জানান, “যে ক্লাব টাকা বেশি দেবে অবশ্যই সেই ক্লাবে খেলবেন ক্রিকেটার। এটা তার অধিকার।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ র

এছাড়াও পড়ুন:

দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ অফিস ‘দেয়াঙ কেল্লা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর মোহনায় দাঁড়িয়ে থাকা দেয়াঙ কেল্লা ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। প্রায় পাঁচশত বছরের পুরোনো এ স্থাপনাটি একসময় আরাকানিদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। পরবর্তীতে এটি মোগল ও ইংরেজ শাসনামলে পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহৃত হয়।

১৫৩৭ থেকে ১৬৬৬ সাল পর্যন্ত চট্টগ্রাম ছিল আরাকানিদের দখলে। বঙ্গোপসাগরের তীরবর্তী দেয়াঙ কেল্লা আরাকানি রাজাদের বাতিঘর ও পতাকা স্তম্ভ হিসেবে ব্যবহৃত হত। শত্রুদের আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গও নির্মাণ করা হয়েছিল।

১৬৬৬ সালের ২৭ জানুয়ারি মোগল সেনাবাহিনী চট্টগ্রাম আক্রমণ করে এবং আরাকানিদের সঙ্গে তীব্র নৌযুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে দেয়াঙ কেল্লা ছিল সংঘর্ষের কেন্দ্রবিন্দু। অবশেষে মোগলদের বিজয়ে আরাকানি অস্ত্রাগার ও জনপদ ধ্বংস হয়ে যায়।

আরো পড়ুন:

৪৫ হাজার রোজাদারকে ইফতার করিয়েছে চবি শিবির

গাজায় ভয়াবহ হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিজয়ের পর মোগলরা বন্দরের স্থান সরিয়ে নিলেও শত্রু প্রতিরোধের জন্য কেল্লা পাহাড়ের চূড়ায় একটি নতুন পাকা ভবন নির্মাণ করে। ভবনটি থেকে সাগর পথে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করা হত।

ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশ তার গ্রন্থ ‘ফতিয়াই ইব্রিয়া’তে উল্লেখ করেছেন, “কর্ণফুলীর দক্ষিণ তীরবর্তী মোহনায় আরাকানিদের দুর্গ, কাঠগড়, মগবাজার ও মগঘাট নামে খ্যাত স্থানে আরাকানি পোতাশ্রয় ও সেনা ছাউনি ছিল।”

১৭৬১ সালে চট্টগ্রাম ইংরেজ শাসনের অধীনে চলে গেলে দেয়াঙ কেল্লার গুরুত্ব আরো বৃদ্ধি পায়। এটি জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতে থাকে। দূরবিনের সাহায্যে গভীর সমুদ্রে ভাসমান জাহাজ চিহ্নিত করা হতো এবং বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হত।

ঐতিহাসিক পূর্ণচন্দ্র চৌধুরীর ‘চট্টগ্রামের ইতিহাস’ গ্রন্থে উল্লেখ রয়েছে, “এই পর্যবেক্ষণ টাওয়ারে রাতে সারিবদ্ধ চাটি (প্রদীপ) জ্বালিয়ে দেওয়া হতো, যা দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করত। অনুমান করা হয়, এখান থেকেই ‘চাটিগ্রাম’ নামের উৎপত্তি, যা পরে চট্টগ্রামে রূপান্তরিত হয়।”

ঐতিহাসিক জামাল উদ্দিনের মতে, “মোগল রাজত্বকালে নির্মিত বিশাল ভবনটি ইংরেজ আমলে আবার সংস্কার করে চট্টগ্রাম বন্দরে চলাচলকারী জাহাজ ও বহির্নোঙরের নৌযান চলাচল পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।”

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ সাল পর্যন্ত দেয়াঙ কেল্লা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে ব্যবহৃত হয়। পরে সময়ের পরিক্রমায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে যায়। বর্তমানে এর কাছেই গড়ে উঠেছে বিভিন্ন শিল্পকারখানা। এর মধ্যে অন্যতম কর্ণফুলী সার কারখানা।

দীর্ঘদিনের অযত্ন-অবহেলার কারণে কেল্লার ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের দুই ফুট চওড়া দেয়ালগুলো ইট, চুন ও সিমেন্টের তৈরি হলেও, ছাদ এখন ভগ্নদশায়। স্থানীয়রা ভবনটি ‘বওটা লরি’ নামে চেনে। অতীতে এখান থেকে পতাকা সংকেতের মাধ্যমে বন্দরের জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হতো। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি রাখে।

দেয়াঙ কেল্লা শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি মোগল-আরাকানি যুদ্ধের সাক্ষী এবং চট্টগ্রামের সমুদ্র বন্দর ব্যবস্থাপনার প্রাচীন এক চিহ্ন। যথাযথ সংরক্ষণের মাধ্যমে এটি পরবর্তী প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: জামাল উদ্দিন, দেয়াঙ পরগনার ইতিহাস; পূর্ণচন্দ্র চৌধুরী, চট্টগ্রামের ইতিহাস; শিহাবুদ্দিন তালিশ, ফতিয়াই ইব্রিয়া; দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণকেন্দ্র, যার সঙ্গে জড়িয়ে আছে মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, ১ জানুয়ারি ২০২৫, প্রথম আলো; প্রত্ননিদর্শন দর্শনে ভ্রমণ, ১৩ ডিসেম্বর ২০২১, দৈনিক আজাদী।

(লেখক: শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
 

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ অফিস ‘দেয়াঙ কেল্লা’
  • আথিয়া-রাহুল প্রথমবার মা-বাবা হলেন
  • কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
  • ‘গাজায় গণহত্যার প্রতিবাদ করতে না পারলে পরবর্তী প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাব’
  • সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায়: আসিফ মাহমুদ
  • সরকারি নীতিসহায়তা এসিশিল্পের অগ্রগতিকে বেগবান করবে
  • হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’ 
  • ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যা করতে হবে আর্জেন্টিনাকে
  • হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’: নেত্র নিউজকে বলল সেনাসদর
  • নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো