সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
Published: 23rd, February 2025 GMT
ঢাকার সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর একতলা বাড়ির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. সোলায়মান (১৪), সুজাত মোল্লা (২৬), মো. জিসান (২০), মোছা. হালিমা (৪২), মোছা. শিল্পী (৩৫), মোছা.
প্রত্যক্ষদর্শী মো. আকাশ বলেন, বাড়ির মালিকের স্ত্রী আমেনা বেগম কক্ষ তালাবদ্ধ করে সন্ধ্যার আগে বাইরে যান। এসময় পাশের ভাড়াটিয়ারা কক্ষের ভেতর থেকে গ্যাস লিকেজ টের পেয়ে আমেনা বেগমকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি দরজা ভেঙে ফেলতে বলেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে হাতুড়ির আঘাতে দরজার লোহায় সৃষ্ট স্পার্ক থেকে মুহূর্তে আগুন ধরে যায়। এতে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এসময় আগুনে এক শিশু ও তিন নারীসহ সাতজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও রোববার ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ মার্চ) দুপুরে তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাদুন এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তারাব পৌর জামায়াতে ইসলামীর যুব, আইন, প্রশাসন ও রাজনীতি বিষয়ক সম্পাদক খন্দকার মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মমিনুল হক সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, তারাব পৌর জামায়াতে ইসলামী'র আমীর মো. শহিদুল ইসলাম, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক।
ঈদ উপহার সামগ্রী বিতরণে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে।
সমাজের মানুষের কল্যাণ সর্বদা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রতিটি নেতা কর্মী। এসময় সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান বক্তারা।