ইতালির লিওরেন্টিনা স্ট্রাইকার ময়েক কিন হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ মাধ্যম গোল দিয়েছে এই খবর। 

রোববার ফিওরেন্টিনা ও ভিরোনার মধ্যকার সিরি আ’ ম্যাচের ঘটনা এটি। কিন হেড দিতে গিয়ে মাথায় আঘাত পান। কনকাশন ইনজুরিতে পড়েন। 

তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই মাঠে ফিরে আসেন। খানিক বাদে অজ্ঞান হয়ে পড়ে যান ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। 

ফিওরেন্টিনার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ময়েস কিন মাথার ইনজুরিজনিত ট্রমায় ভুগে অজ্ঞান হয়ে যান। তাকে প্রয়োজনীয় টেস্ট করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

ময়েজ কিন ইতালির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল করেছেন। তিনি জুভেন্টাসে পাঁচ মৌসুম জুভেন্টাসে খেলেছেন। এভারটনে খেলেছেন তিন মৌসুম ও পিএসজি’তে খেলেছেন এক মৌসুম। ইউরোপের শীর্ষ লিগে ৬৭ গোল করেছেন এই স্ট্রাইকার।   
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

এখন বই কেনার সময়

বইমেলার শেষ দিনগুলো কাটছে। অধিকাংশ প্রকাশনীর নতুন বইগুলো মেলায় এসেছে। প্রকৃত পাঠক ও যেসব প্রতিষ্ঠান মেলা থেকে নতুন বই সংগ্রহ করেন, তাঁরা এখন আসছেন খোঁজখবর নিয়ে বই কিনতে।

গতকাল সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন কলেজের পাঠাগারের জন্য বই কিনতে মেলায় এসেছিলেন সহযোগী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাফায়েত উদ্দিন। প্রথমার স্টল থেকে তিনি এবার প্রকাশিত সব কটি বইয়ের দুই কপি করে প্রায় দেড় শ বই কিনলেন। তিনি জানান, তাঁদের বই কেনার বরাদ্দ প্রায় তিন লাখ টাকা। প্রথমা ছাড়া ইউপিএল, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঐতিহ্য, বাতিঘরসহ অন্য প্রকাশনীর বইও কিনবেন।

আত্মকথা ইতিকথা, গোলাম মুরশিদ

সম্পর্কিত নিবন্ধ