ইতালির লিওরেন্টিনা স্ট্রাইকার ময়েক কিন হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ মাধ্যম গোল দিয়েছে এই খবর। 

রোববার ফিওরেন্টিনা ও ভিরোনার মধ্যকার সিরি আ’ ম্যাচের ঘটনা এটি। কিন হেড দিতে গিয়ে মাথায় আঘাত পান। কনকাশন ইনজুরিতে পড়েন। 

তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই মাঠে ফিরে আসেন। খানিক বাদে অজ্ঞান হয়ে পড়ে যান ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। 

ফিওরেন্টিনার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ময়েস কিন মাথার ইনজুরিজনিত ট্রমায় ভুগে অজ্ঞান হয়ে যান। তাকে প্রয়োজনীয় টেস্ট করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

ময়েজ কিন ইতালির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল করেছেন। তিনি জুভেন্টাসে পাঁচ মৌসুম জুভেন্টাসে খেলেছেন। এভারটনে খেলেছেন তিন মৌসুম ও পিএসজি’তে খেলেছেন এক মৌসুম। ইউরোপের শীর্ষ লিগে ৬৭ গোল করেছেন এই স্ট্রাইকার।   
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ