এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। ২৯ বছর পর তারা আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করল। এটা নিয়ে তাদের উচ্ছ্বাস আর উদ্দীপনার কোনো কমতি ছিল না। কিন্তু মাঠের পারফরম্যান্সে তারা ছন্নছাড়া। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৬০ রানের ব্যবধানে হারার পর রোববার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তবে যদি-কিন্তুর মারপ্যাচে এখনও নিভু নিভু করে কিছু সম্ভবনা জেগে আছে তাদের।

সেক্ষেত্রে তাদেরকে নির্ভর করতে হবে বাংলাদেশ ও ভারতের ওপর। বাংলাদেশ ও ভারত যদি তাদের পরবর্তী দুই ম্যাচে নিউ জিল্যান্ডকে বড় ব্যবধানে হারায় এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে যদি বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় তাহলে এই অবস্থা থেকেও শেষ চারে জায়গা করে নিতে পারবে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। কিন্তু বড় ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড ও বাংলাদেশ নেট রান রেট পিছিয়ে থাকবে। পাকিস্তান তাতে এগিয়ে থেকে যাবে সেমির পথে এগিয়ে।

তবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউ জিল্যান্ড যদি বাংলাদেশকে হারায় তাহলে এক ম্যাচ আগেই আয়োজক পাকিস্তানকে দর্শক হয়ে যেতে হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে।

আরো পড়ুন:

১৪ হাজারে দ্রুততম কোহলি

‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবধ ন

এছাড়াও পড়ুন:

এখন বই কেনার সময়

বইমেলার শেষ দিনগুলো কাটছে। অধিকাংশ প্রকাশনীর নতুন বইগুলো মেলায় এসেছে। প্রকৃত পাঠক ও যেসব প্রতিষ্ঠান মেলা থেকে নতুন বই সংগ্রহ করেন, তাঁরা এখন আসছেন খোঁজখবর নিয়ে বই কিনতে।

গতকাল সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন কলেজের পাঠাগারের জন্য বই কিনতে মেলায় এসেছিলেন সহযোগী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাফায়েত উদ্দিন। প্রথমার স্টল থেকে তিনি এবার প্রকাশিত সব কটি বইয়ের দুই কপি করে প্রায় দেড় শ বই কিনলেন। তিনি জানান, তাঁদের বই কেনার বরাদ্দ প্রায় তিন লাখ টাকা। প্রথমা ছাড়া ইউপিএল, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঐতিহ্য, বাতিঘরসহ অন্য প্রকাশনীর বইও কিনবেন।

আত্মকথা ইতিকথা, গোলাম মুরশিদ

সম্পর্কিত নিবন্ধ