ডাক্তার ইয়ানুশ কোরচেক। পোল্যান্ডের শিশুবিশেষজ্ঞ। শিশুদের ‘বুড়ো ডাক্তার’, ‘পেন ডক্তার’। প্রায় ২০০ এতিম শিশুকে নিয়ে তাঁর অনাথ আশ্রম, তাঁর সংসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতায় তাদের ধরে আনা হয় ওয়ারশ ঘেটোর একটি পরিত্যক্ত দালানে। নানা সীমাবদ্ধতার মধ্যেও কোরচেক শিশুদের মানস বিকাশে নানা কার্যক্রম চালু রাখেন। একবার স্বপ্নে দেখেন রবীন্দ্রনাথ তাঁকে ‘ডাকঘর’ বইটা দিয়েছেন শিশুদের নিয়ে নাটকটি মঞ্চায়নের উদ্দেশ্যে। নাটকে অসীমের পানে যাত্রার দর্শনের সঙ্গে যেন মিলে যায় বুড়ো ডাক্তারের শিশুদের নিশ্চিত গন্তব্য।
১৯৪২–এ ওয়ারশ ঘেটোতে সেই শিশুদের নিয়ে মঞ্চায়িত হয় নাটক ‘ডাকঘর’। নাটক মঞ্চায়নের কিছুদিন পর কোরচেকসহ শিশুদের নিয়ে যাওয়া হয় কুখ্যাত ত্রেবলিংকা কারাগারে। এরপর এ পৃথিবীতে শিশুগুলোর আর দেখা মেলেনি কোথাও, কোনো দিন।
এমনই সত্য ঘটনা নিয়ে শিশু প্রতিষ্ঠান ফুলকি মঞ্চায়ন করছে নাটক ‘পোচতা (ডাকঘর)’।

শনিবার নাটকটির চতুর্থ মঞ্চয়ন অনুষ্ঠিত হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনের মঞ্চে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আ’লীগের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগের দোসরা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তারা দেশ থেকে প্রচুর টাকা লুট করেছে। এখন সেই টাকা ব্যবহার করছে।

সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত আসছে....

সম্পর্কিত নিবন্ধ