আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ চলমান রাখতে চাঁদপুরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুরানবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জ্বা করা যাবে না। ইউরিয়াযুক্ত মুড়ি বেচাকেনা বন্ধ রাখতে হবে। পুরানবাজারের ১৭টি চালকলসহ কারখানাগুলো যেন নির্দিষ্ট সময়ে বন্ধ ও চালু রাখে সেদিকে গুরুত্ব দেয়া হবে। এতে তারাবির নামাজের সময় মসজিদগুলোতে মুসুল্লিদের নামাজের সময় লোডশেডিং এড়ানো সম্ভব।”

তিনি আরও বলেন, “বাজার স্মিতিশীল রাখতে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। এতে করে গরিব অসহায়রা সবাই রমজানে দ্রব্যমূল্য ক্রয়ে স্বস্তি পাবেন। বাজার ঠিক রাখতে আমি সবার সহায়তা চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “দুর্ঘটনা এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানের ঢুকার রাস্তাসহ গতিবিধি লক্ষ্য রাখার মতো ভালোমানের সিসি ক্যামেরা লাগাতে হবে। আর সেই সিসি ক্যামেরার ভিডিও অন্তত ১ মাস রাখার মতো স্টোরেজ ব্যবহার করতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র দোকানগুলোতে রাখুন। ব্যাংক বা এজেন্টে লেনদেন করার সময় একা না গিয়ে বিশ্বাসযোগ্য ২/৩ জন একসাথে যান। মুনাফা লাভের জন্য পণ্য সংকট সৃষ্টির সুনির্দিষ্ট খবর পেলেও ব্যবস্থা নেব।”

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং পরিচালক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাইনুল ইসলাম কিশোর, লিয়াকত হোসেন পাটোয়ারী, হযরত আলী, নাজমূল আলম পাটোয়রীসহ অন্যরা।

সভায় ব্যবসায়ীক বিভিন্ন সেক্টরের নেতারা তাদের মতামত তুলে ধরেন এবং রমজানে পণ্য সংকট সৃষ্টি করবেন না ও সীমিত লাভে পণ্য বিক্রির অঙ্গীকার করেন।

ঢাকা/অমরেশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস রমজ ন

এছাড়াও পড়ুন:

কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা উল্লেখ করা হয়।

বার্তায় তিনি বলেন, ‘কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।’

মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২৬।

সম্পর্কিত নিবন্ধ