রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে চাঁদপুরে প্রশাসনিক কড়াকড়ি
Published: 23rd, February 2025 GMT
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ চলমান রাখতে চাঁদপুরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুরানবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জ্বা করা যাবে না। ইউরিয়াযুক্ত মুড়ি বেচাকেনা বন্ধ রাখতে হবে। পুরানবাজারের ১৭টি চালকলসহ কারখানাগুলো যেন নির্দিষ্ট সময়ে বন্ধ ও চালু রাখে সেদিকে গুরুত্ব দেয়া হবে। এতে তারাবির নামাজের সময় মসজিদগুলোতে মুসুল্লিদের নামাজের সময় লোডশেডিং এড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, “বাজার স্মিতিশীল রাখতে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। এতে করে গরিব অসহায়রা সবাই রমজানে দ্রব্যমূল্য ক্রয়ে স্বস্তি পাবেন। বাজার ঠিক রাখতে আমি সবার সহায়তা চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “দুর্ঘটনা এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানের ঢুকার রাস্তাসহ গতিবিধি লক্ষ্য রাখার মতো ভালোমানের সিসি ক্যামেরা লাগাতে হবে। আর সেই সিসি ক্যামেরার ভিডিও অন্তত ১ মাস রাখার মতো স্টোরেজ ব্যবহার করতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র দোকানগুলোতে রাখুন। ব্যাংক বা এজেন্টে লেনদেন করার সময় একা না গিয়ে বিশ্বাসযোগ্য ২/৩ জন একসাথে যান। মুনাফা লাভের জন্য পণ্য সংকট সৃষ্টির সুনির্দিষ্ট খবর পেলেও ব্যবস্থা নেব।”
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং পরিচালক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাইনুল ইসলাম কিশোর, লিয়াকত হোসেন পাটোয়ারী, হযরত আলী, নাজমূল আলম পাটোয়রীসহ অন্যরা।
সভায় ব্যবসায়ীক বিভিন্ন সেক্টরের নেতারা তাদের মতামত তুলে ধরেন এবং রমজানে পণ্য সংকট সৃষ্টি করবেন না ও সীমিত লাভে পণ্য বিক্রির অঙ্গীকার করেন।
ঢাকা/অমরেশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস রমজ ন
এছাড়াও পড়ুন:
এখন বই কেনার সময়
বইমেলার শেষ দিনগুলো কাটছে। অধিকাংশ প্রকাশনীর নতুন বইগুলো মেলায় এসেছে। প্রকৃত পাঠক ও যেসব প্রতিষ্ঠান মেলা থেকে নতুন বই সংগ্রহ করেন, তাঁরা এখন আসছেন খোঁজখবর নিয়ে বই কিনতে।
গতকাল সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন কলেজের পাঠাগারের জন্য বই কিনতে মেলায় এসেছিলেন সহযোগী অধ্যাপক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাফায়েত উদ্দিন। প্রথমার স্টল থেকে তিনি এবার প্রকাশিত সব কটি বইয়ের দুই কপি করে প্রায় দেড় শ বই কিনলেন। তিনি জানান, তাঁদের বই কেনার বরাদ্দ প্রায় তিন লাখ টাকা। প্রথমা ছাড়া ইউপিএল, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঐতিহ্য, বাতিঘরসহ অন্য প্রকাশনীর বইও কিনবেন।
আত্মকথা ইতিকথা, গোলাম মুরশিদ