পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে জোড়া রেকর্ডের কীর্তি গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফক পেরিয়েছেন কোহলি। শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর এলিট ক্লাবে প্রবেশ করেছেন ভারতের মাস্টারব্লাস্টার। তবে তাদের দুজনের চেয়ে কম ইনিংস খেলে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়েছেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২৮৭তম ওয়ানডে ইনিংস খেলতে নেমেছিলেন কোহলি। ১৩ হাজার ৯৮৫ রান নিয়ে খেলতে নেমেছিলেন। রোহিত শর্মা আউট হওয়ার পর দ্রুত ব্যাটিংয়ে নেমে রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। সর্বপ্রথম টেন্ডুলকার ৩৫০ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি এই রেকর্ড গড়েছিলেন ৩৭৮ ইনিংসে। কোহলির এলিট ক্লাবে প্রবেশ করতে লাগল ৬৩ কম ইনিংস। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০০ থেকে ৮০০০ রান পর্যন্ত সবগুলো রেকর্ডের মালিক কোহলি। ২০১৭ সালের জুনে ১৭৫ ইনিংসে ৮০০০ রান ছুঁয়েছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। তার উপরে রয়েছেন কেবল কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) ও টেন্ডুলকার (১৮,৪২৬)।
সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে কোহলির খুব একটা কষ্ট হবে না। কিন্তু টেন্ডুলকারের পাশে বসতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। গত বিশ্বকাপে টেন্ডুলকারের ওয়ানডের রেকর্ড ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে ৫০তম সেঞ্চুরি করেছিলেন। আজ তুলে নিলেন ৫১তম সেঞ্চুরি।
আরো পড়ুন:
‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’
উঁচু মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া
এদিকে এই ম্যাচে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ারও রেকর্ড গড়েছেন কোহলি। ওয়ানডেতে ১৫৮ ক্যাচ নিয়েছেন তিনি। পেছনে ফেলেন আজহারউদ্দিনের ১৫৬ ক্যাচ। ক্যাচ সংখ্যায় তার উপরে আছেন রিকি পন্টিং (১৬০) ও মাহেলা জয়াবর্ধনে (২১৮)।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক হল ১৪ হ জ র ছ ন ক হল র কর ড
এছাড়াও পড়ুন:
১৪ হাজারে দ্রুততম কোহলি
পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে জোড়া রেকর্ডের কীর্তি গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফক পেরিয়েছেন কোহলি। শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর এলিট ক্লাবে প্রবেশ করেছেন ভারতের মাস্টারব্লাস্টার। তবে তাদের দুজনের চেয়ে কম ইনিংস খেলে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়েছেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২৮৭তম ওয়ানডে ইনিংস খেলতে নেমেছিলেন কোহলি। ১৩ হাজার ৯৮৫ রান নিয়ে খেলতে নেমেছিলেন। রোহিত শর্মা আউট হওয়ার পর দ্রুত ব্যাটিংয়ে নেমে রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। সর্বপ্রথম টেন্ডুলকার ৩৫০ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন। শ্রীলঙ্কান কিংবদন্তি এই রেকর্ড গড়েছিলেন ৩৭৮ ইনিংসে। কোহলির এলিট ক্লাবে প্রবেশ করতে লাগল ৬৩ কম ইনিংস। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০০ থেকে ৮০০০ রান পর্যন্ত সবগুলো রেকর্ডের মালিক কোহলি। ২০১৭ সালের জুনে ১৭৫ ইনিংসে ৮০০০ রান ছুঁয়েছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। তার উপরে রয়েছেন কেবল কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) ও টেন্ডুলকার (১৮,৪২৬)।
সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে কোহলির খুব একটা কষ্ট হবে না। কিন্তু টেন্ডুলকারের পাশে বসতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। গত বিশ্বকাপে টেন্ডুলকারের ওয়ানডের রেকর্ড ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে ৫০তম সেঞ্চুরি করেছিলেন। আজ তুলে নিলেন ৫১তম সেঞ্চুরি।
আরো পড়ুন:
‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’
উঁচু মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া
এদিকে এই ম্যাচে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ারও রেকর্ড গড়েছেন কোহলি। ওয়ানডেতে ১৫৮ ক্যাচ নিয়েছেন তিনি। পেছনে ফেলেন আজহারউদ্দিনের ১৫৬ ক্যাচ। ক্যাচ সংখ্যায় তার উপরে আছেন রিকি পন্টিং (১৬০) ও মাহেলা জয়াবর্ধনে (২১৮)।
ঢাকা/ইয়াসিন/আমিনুল