ধর্ষণের প্রতিবাদে রংপুরে উত্তাল কর্মসূচি
Published: 23rd, February 2025 GMT
সারাদেশে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর টাউনহল গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর শাখার সদস্য সচিব ইমতিয়াজ ইমতি ও অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য ছাত্রনেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন। তারা ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে তিনটি দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো-সকল ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি, ধর্ষণের সর্বনিম্ন সাজা মৃত্যুদণ্ড ও ধর্ষকের জামিন নিষিদ্ধ করা।
এসময় বক্তারা রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পলাতক রুহুল আমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অভিযুক্তকে ফাঁসি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র-জনতা প্রতীকী প্রতিবাদ হিসেবে ধর্ষকের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন।
এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ঘটে। বক্তারা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের জোর দাবি তোলেন।
ঢাকা/আমিরুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ রিমান্ডে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, “বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালত পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
তিনি বলেন, “মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে।”
২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। ২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিলেন।
ঢাকা/এমআর/এসবি