৩০০ প্লাস রানের আশা কোচ সিমন্সের
Published: 23rd, February 2025 GMT
রাওয়ালপিন্ডির উইকেট ফ্লাট। বড় রান হবে। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সের আগে সংবাদ সম্মেলনে কথাটা বলে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিশেল স্যান্টনার। ২০০ রানের নয় ৩০০’র বেশি রানের উইকেট সেটাও জানিয়ে দিয়ে গেছেন কিউই স্পিন অলরাউন্ডার।
সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচও জানিয়েছেন, ৩০০’র বেশি রানের চিন্তা করছেন তারা। শুরুতে ব্যাট করলে তিনশ’ প্লাস রান করতে হবে। রান তাড়া করতে নামলেও তিনশ’ প্লাস রান লক্ষ্য ধরে রাখতে হবে।
রোববার রাওয়ালপিন্ডিতে সিমন্স বলেন, ‘এটা বড় রানের মাঠ। আমরা বড় রান করার কথা চিন্তা করছি। ৩০০ প্লাস রানের কথা ভাবছি।’ দুবাইতে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর স্বভাবতই প্রশ্ন এসেছে, বাংলাদেশ কি বড় রান করতে পারবে? জবাবে সিমন্স জানিয়েছেন, তার শিষ্যদের সেই সামর্থ্য আছে।
বিগত সিরিজের কথাও মনে করিয়ে দেন তিনি, ‘আমরা গত ৫ ম্যাচে কয়েকবার তিনশ’ রান করেছি। আমি বিশ্বাস করি, আমাদের ওই সামর্থ্য আছে। গত ম্যাচে আমরা ভালো শুরু করিনি। ভালো শুরু পেলে বড় রান করতে পারবো।’
পাল্টা প্রশ্নের ওখানেই শেষ নয়। তিনশ’ রান করেও তো জিততে পারেনি বাংলাদেশ। সিমন্সের এবার কাটা কাটা শব্দে উত্তর, ‘কারণ প্রতিপক্ষও তিনশ’ প্লাস রান করেছে। সেজন্য আমরা হেরেছি। এটাই ক্রিকেট। আপনাকে ব্যাটিংয়ে ভালো করতে হবে এবং বোলিংয়ে তাদের আটকে রাখতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক ও আইসিসির টুর্নামেন্টের রেকর্ড প্রসঙ্গে সিমন্স জানান, এটা রেকর্ড স্মরণ করার কোন মঞ্চ নয়। আগামীকাল একটা ম্যাচ হবে। সেখানে ভালো করার ম্যাচ। তারা কেমন দল টুর্নামেন্টে তারা কেমন করছে তার ওপর নির্ভর করবে। ওই টুর্নামেন্টেও তো অসাধারণ খেলছে নিউজিল্যান্ড। জবাবে সিমন্স জানান, কাল যেন সেটা তারা না পারে সেই চেষ্টা করবেন তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স র ন কর বড় র ন স মন স
এছাড়াও পড়ুন:
কেউ অপচেষ্টা করে খালেদা জিয়ার নাম মুছে দিতে পারেনি: ছাত্রদলের সাধারণ সম্পাদক
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, খালেদা জিয়ার নাম কেউ অপচেষ্টা করে মুছে দিতে পারেনি। তিনি বলেন, সুবর্ণচর উপজেলার নামকরণ করেছিলেন খালেদা জিয়া। একটি গোষ্ঠী তাঁর নাম মুছে ফেলার অপচেষ্টা করেছে। কিন্তু তারা তা পারেনি।
আজ মঙ্গলবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নাগরিক সমাজের আয়োজনে ‘আলোকিত কুইজ অনলাইন প্রতিযোগিতা-২০২৫’–এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন নাছির উদ্দীন।
স্থানীয় নেতা–কর্মীদের উদ্দেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ ধরনের প্রোগ্রাম আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হয়। মাদক গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুবকেরা উৎসাহিত হয়। যেকোনো আন্দোলন–সংগ্রামের স্বার্থে, সুবর্ণচরের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভক্তি আমি চাই না।’
নাছির উদ্দীন আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে ভোটদানকে কেন্দ্র করে আমাদের বোন সুবর্ণচরের পারুলকে আওয়ামী লীগের গুন্ডারা গণধর্ষণ করেছে। এ ঘটনায় আমরা বিচার চেয়েও এখনো যথাযথ বিচার পাইনি। আমরা আজকের এ মঞ্চ থেকে বোন পারুল ধর্ষণের বিচারের দাবি জানাই।’
আলোকিত প্রজন্ম কুইজ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্যসচিব এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অনলাইন কুইজ প্রতিযোগিতার পরীক্ষানিয়ন্ত্রক আবদুল আলিম, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।