‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’
Published: 23rd, February 2025 GMT
হোম অব ক্রিকেটে প্রস্তুতির মঞ্চে নিজেদের মধ্যে ম্যাচে চারশ ছুঁইছুঁই রান করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং। ৩৫ রানে ৫ উইকেট পতনের পর তাওহীদ হৃদয়ের শতক আর জাকের আলীর ফিফটিতে ভর করে কোনোমতে দুইশ পার করে বাংলাদেশ।
এবার দেশ, ভেন্যুর সঙ্গে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষও। পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে উইকেটে খেলবে বাংলাদেশ, সেখানে রীতিমত হয় রান উৎসব। শান্তরা রাওয়ালপিন্ডির এই উইকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান উৎসবে শামিল হতে পারবেন তো? নাকি আবারও বিব্রতকর ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়বেন?
প্রধান কোচ ফিল সিমন্সের কাছে রোববার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। ক্যারিবিয়ান এই কোচের বিশ্বাস, বাংলাদেশের ক্ষমতা আছে তিনশর বেশি রান করার। সবশেষ কয়েকটি ম্যাচে তিনশর বেশি রান করার উদাহরনও দিয়েছেন বাংলাদেশ কোচ।
আরো পড়ুন:
উঁচু মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া
সাকিবের ‘ইউটার্ন’
“এটা বড় স্কোরের মাঠ এবং গতকাল লাহোরে আমরা বড় রান দেখেছি। আমরাও এখানে বড় রান প্রত্যাশা করছি, তিনশর বেশি রান আশা করছি।”
“হ্যাঁ, শেষ পাঁচ ম্যাচের কয়েকটিতে আমরা তিনশর বেশি রান করেছি। আমাদের এটি করার সক্ষমতা রয়েছে। শেষ ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। দুইশ রানে থেমেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে তিনশর বেশি রান হবে” -যোগ করেন সিমন্স।
শেষ পাঁচ ম্যাচের একটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনশর বেশি (৩২১) আরেকটিতে ২৯৪ রান করে। দুটির কোনোটিতেই জিততে পারেনি। সিমন্সের নজরে বিষয়টি আনলে পালটা জবাবে উত্তর দেন, “প্রতিপক্ষ হয়তো বাংলাদেশ থেকে ভালো খেলেছে।”
সিলেটের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ রান করে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবারের প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ ২৯১ রান করতে পারে। রাওয়ালপিন্ডিতে কত রান করতে পারে এখন সেটিই দেখার।
এদিকে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে? কোচ জানান, ম্যাচ ফিটনেসের পরীক্ষায় উতরাতে পারলে তবে রাখা হবে একাদশে।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১৫ সিনেমা নিয়ে ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’
ভাষাশহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘মাতৃভাষার চলচ্চিত্র’ উৎসব। উৎসবে বাংলা ভাষার চলচ্চিত্রসহ চাকমা, মারমা, ম্রো, বম, গারো, সাঁওতাল, খেয়াং ভাষায় নির্মিত ১৫টি সিনেমা দেখানো হবে। এই উৎসবের আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। রবি ও সোমবার ফেব্রুয়ারি ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে বসবে এই উৎসব।
প্রথম দিন বেলা ৩টায় উৎসব শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়; দ্বিতীয় দিনের উৎসব শুরু হবে সকাল ১০টায় এবং রাত ৯টায় শেষ হবে। আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
আলোচক থাকবেন অধ্যাপক এম এম আকাশ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, জন-উদ্যোগ জাতীয় কমিটির আহ্বায়ক মুশতাক হোসেন, জহির রায়হানপুত্র অনল রায়হান এবং জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল। সভাপতিত্ব করবেন চলচ্চিত্র প্রযোজক মং উষা থোয়াই।
উৎসবে ‘রক্তকরবীর খোঁজে নন্দিনী’, ‘ক্লোবং ম্লা’, ‘বন্ধন’, ‘প্রেয়সী’, ‘গিরিকন্যা’, ‘ঘরে ফেরা’, ‘কালারস অব হোপ’, ‘পৈতৃক ভিটা’, ‘আধধান্যে জিঙহানি’, ‘নেকলেস’, ‘আচিক ঐকর’, ‘ছাতা’, ‘সেনাপতি দিঘী’, ‘আরও কিছুদিন’, ‘নো ল্যান্ডস টক’ নামের সিনেমাগুলো দেখানো হবে। উৎসবের সিনেমাগুলো বিনা মূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা।