বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ‘বিওয়াইডি সিলায়ন ৬’ মডেলের গাড়িটি এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার পথ চলতে পারে। সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে বিওয়াইডি। প্রথম ২০০ ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগও মিলবে। আজ রোববার তেজগাঁওয়ের বিওয়াইডির বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিওয়াইডি গ্লোবালের কর্মকর্তা চার্লস রেন জানান, বিওয়াইডি প্রথম দিকে শুধু ব্যাটারি তৈরি করত। ধীরে ধীরে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। এরই মধ্যে প্রায় শতাধিক দেশে গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি। কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ উন্নত করতে বাংলাদেশেও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি।

আরও পড়ুনবৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস, দাম কত০৮ নভেম্বর ২০২৪

বিওয়াইডির বাংলাদেশের পরিবেশক সিজি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য সিলায়ন ৬ গাড়িটি এনেছি। এটি বাংলাদেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। যাঁরা পরিবেশবান্ধব ও জ্বালানি দক্ষতার বিষয়কে গুরুত্ব দেন, তাঁদের জন্য এটি একটি দারুণ গাড়ি।’

অনুষ্ঠানে জানানো হয়, ১.

৫ লিটার টার্বো ইঞ্জিন থাকায় সিলায়ন ৬ মডেলের গাড়িটি মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ডে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। বাংলাদেশের চালক ও পথচারীদের কথা বিবেচনা করে গাড়িটিতে নিরাপত্তার জন্য এডিএএস, ৩৬০°এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগ রয়েছে। আর নান্দনিকতার ছোঁয়া দিতে ভেতরে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানারমিক সানরুফ সুবিধা। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে—চারটি রঙে বাজারে আসা গাড়িটির ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার (যেটা আগে আসে) বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ র জন য

এছাড়াও পড়ুন:

ধর্ষণ ও বাসে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং ডাকাতিসহ বাসে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতিতে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যার মতো নৃশংস সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এ ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। নারী ও কন্যার প্রতি সহিংসতার চিত্র দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্বাভাবিক জীবনযাপন এবং তাঁদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

এসব ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায় মহিলা পরিষদ। নারী এবং কন্যার প্রতি সহিংসতার ঘটনায় দেশের নারীদের অবস্থান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি।

সম্পর্কিত নিবন্ধ