ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ১৪ হাজার ওয়ানডে রানের কীর্তি গড়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ হাজারের ঘরে ঢুকতে ১৫ রান দরকার ছিল কোহলির। হারিস রউফকে চার মেরে ওই কীর্তি গড়েন ডানহাতি ব্যাটার। 

কোহলি ১৪ হাজারের পথে ভেঙেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১৪ হাজার রান করতে কোহলি নিয়েছেন ২৮৭ ইনিংস। মিডল অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করা শচীন ওই মালইফলক স্পর্শ করেছিলেন ৩৫০ ইনিংসে। 

১৪ হাজার রান করা অন্য ব্যাটার লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ৩৮০ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৪ হাজার ২৩৪ রানে।

টেন্ডুলকার ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেছেন। ৪৯ ওয়ানডে সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। কোহলি এরই মধ্যে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ১৪ হ জ র র

এছাড়াও পড়ুন:

বার্লিনে নারীকেন্দ্রিক সিনেমার জয়গান

অসলোর স্কুলশিক্ষার্থী আর তার সম্পর্কের গল্প নিয়ে ডাগ য়ান হার্গারিড বানিয়েছেন ‘ড্রিমস (সেক্স লাভ)’। ‘সেক্স’ ও ‘লাভ’-এর পর এটি তাঁর সিনেমাত্রয়ীর শেষ কিস্তি। ১৯ ফেব্রুয়ারি প্রিমিয়ারের পর থেকে সমালোচকেরা সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে পর্দায় যেভাবে সম্পর্ক আর মানবিকতাকে জুড়েছেন, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। শেষ পর্যন্ত এ ছবিই জিতল বার্লিনে সেরা সিনেমার পুরস্কার।

স্বর্ণভালুক হাতে ডাগ য়ান হার্গারিড। ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ