দুবাইতে ফর্মুলা ওয়ানে অভিক আনোয়ারের সাফল্য
Published: 23rd, February 2025 GMT
বাংলাদেশের শীর্ষস্থানীয় মোটরস্পোর্টস ড্রাইভার অভিক আনোয়ার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘ইয়াস মারিনা ফর্মুলা–১’ সার্কিটে বাংলাদেশের জন্য আরও দুটি স্থান অর্জন করেছেন। এটি ছিল তাঁর ১৪৮তম রেস, যা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি চালকের জন্য অনন্য একটি মাইলফলক।
অভিক আনোয়ার তাঁর শ্রেণিতে প্রথম রেসে দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় রেসে তৃতীয় স্থান অর্জন করেছেন। দ্বিতীয় রেসটি গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় সৌদি আরব, জর্ডান, মিসর, গ্রিস ও কাতারের ড্রাইভাররা অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি ১৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছেন, যা দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের নাঈফের চেয়ে ৫ পয়েন্ট বেশি।
অভিক আনোয়ার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
ছয় দফা দাবিতে আন্দোলনে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা।
নতুন কর্মসূচিতে কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এতে জানানো হয়, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন।