ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব
Published: 23rd, February 2025 GMT
সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার খবরে একটু বিস্ময়ই জন্মেছিল। দেশে এসে টেস্ট খেলতে পারেননি তিনি। বিপিএল খেলতে আসতে পারেননি দেশে। মাথায় আবার হত্যা মামলার বোঝা।
সাকিব কি সত্যিই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলতে আসবেন ডিপিএলের দলবদলের খবরের পরই চাউর হয়েছিল এই প্রশ্ন।
তবে ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া গেছে উত্তর। সাকিব ডিপিএল খেলতে দেশে ফিরবেন না। তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। দলে তার নাম না রাখার জন্য ক্লাবকে অনুরোধ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার।
বিষয়টি নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘সাকিব অনুরোধ করেছেন, তার দলবদল স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্মান রেখে, তার আবেদনটা আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি।’
সাকিব নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিব দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসার ঘোষণা দিয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফিরে হোম অব ক্রিকেট মিরপুরে ম্যাচ খেলার অনুমতি পাননি তিনি। ফিরে যান যুক্তরাষ্ট্রে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল স ক ব আল হ স ন ড প এল
এছাড়াও পড়ুন:
বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে প্রথমবারের মতো থাকছে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা
পবিত্র ঈদুল ফিতরে বগুড়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বিকল্প ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউমার্কেটসংলগ্ন কেন্দ্রীয় বড় মসজিদ এবং স্টেশন সড়কসংলগ্ন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে।
কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। সেখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি এবার নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসন।
এদিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলাজুড়ে এবার ১ হাজার ৮০৩টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা গতকাল শনিবার এ তথ্য জানান।
ঈদগাহ ময়দানের সাজসজ্জার কাজ চলছে। গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে