এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম
Published: 23rd, February 2025 GMT
পদত্যাগ করেননি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে যোগাযোগ করা হলে নাহিদ নিজেই ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
সন্ধ্যায় নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ওঠে।
আরো পড়ুন:
ট্রাম্পের দাবি
বাংলাদেশে ‘উগ্র বামপন্থিদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়
‘গভর্নরের স্মৃতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন
নাহিদ বলেন, “আমি পদত্যাগ করিনি।”
এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম
এছাড়াও পড়ুন:
বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
পরিবেশবান্ধব, টেকসই, নিরাপদ, অত্যাধুনিক ফেরি ‘নাইজা স্পিরিট’-এর ডিজাইন করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের টিম ‘টিম ব্ল্যাক পার্ল’। ২০০৮ সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (ডব্লিউএফএসএ) বিশ্বজুড়ে ফেরি দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নিরাপদ ফেরি ডিজাইন ও পরিচালনার কাজ করে আসছে। কয়েক বছর ধরে এ প্রতিষ্ঠান নিরাপদ ফেরি ডিজাইন ছাড়াও পরিবেশদূষণ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে; কেননা মোট পরিবেশদূষণের ২০ শতাংশ আসে নৌ-সেক্টর থেকে। উন্নয়নশীল দেশগুলোকে উদ্দেশ করে ফেরি দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ ফেরি ডিজাইনের পাশাপাশি পরিবেশদূষণ কমানোর লক্ষ্যেই এ সংস্থা প্রতি বছর একটি আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত বছরের অক্টোবর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার দ্বাদশ আসর। সে আসরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. জোবায়ের ইবনে আওয়ালের তত্ত্বাবধানে নৌপরিবহনে উদ্ভাবনী প্রযুক্তির পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ একটি নকশা উপহার দেন বুয়েটের সাত দামাল প্রকৌশলী। রাইনোসার্স থ্রিডিতে নাইজার স্পিরিট নামে এ ফেরির নকশাটি মাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউএফএসএর দ্বাদশ মঞ্চ। গত বছরের ৩১ ডিসেম্বর নকশা জমা দিলেও ফলাফল আসে ৯ ফেব্রুয়ারি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে শিপবিল্ডিং ইনস্টিটিউট অব পলিটেকনিক সুরাবায়া, ইন্দোনেশিয়া এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে আইটিএস ইন্দোনেশিয়া এবং ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া, জাকার্তা।
চ্যাম্পিয়ন বুয়েটের ‘টিম ব্ল্যাক পার্ল’র সদস্যরা হলেন– মো. সাফায়েত হোসেন শিশির (দলনেতা), মো. আব্দুল কাদের, আবু রাসেল, মাহমুদুল হাসান শাহেদ, আফিফ বিন হাবিব অমি, মো. আতিকুর রহমান ও মো. কাউসার মাহমুদ জিদান। এর আগের ১১তম, দশম এবং নবম আসরেও টিম ব্ল্যাক পার্ল যথাক্রমে দ্বিতীয়, অনারেবল মেনশন এবং তৃতীয় স্থান অর্জন করেছিল। ফলে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার প্রথম স্থান অর্জন করে বুয়েট টিম। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বুয়েটের টিম ব্ল্যাক পার্ল পাঁচ হাজার ডলার পুরস্কার পেয়েছে। টিম ব্ল্যাক পার্লে সদস্য আবু রাসেল বলেন, প্রতিযোগিতায় ফেরির রুট, যাত্রী সংখ্যা ও ধরন নির্দিষ্ট করা থাকে। এবারের আসরে রুট ছিল নাইজেরিয়ার লাগোস শহরের অভ্যন্তরীণ জলপথ ইকোরোভু টার্মিনাল থেকে সিএমএস। লাগোস নাইজেরিয়ার একটি অধিক জনবহুল শহর। অত্যধিক জনবহুল হওয়ায় তাদের পরিবহন ব্যবস্থায় প্রতিনিয়ত ব্যাঘাত ঘটে। তিনি বলেন, লাগোস শহরের বাসিন্দাদের এ সমস্যা দূর করতে লাগোস শহরের ইকোরোভু থেকে সিএমএস ২৫ কিলোমিটার জলপথের জন্যে ফেরি ডিজাইন করাই ছিল মূল বিষয়বস্তু, যা একই সঙ্গে ২০০ জন যাত্রী পরিবহনে সক্ষম এবং বিদ্যুৎ দ্বারা পরিচালিত হতে হবে। দলের আরেক সদস্য আফিফ বিন হাবিব অমি বলেন, আমাদের ডিজাইন করা সম্পূর্ণ বিদ্যুৎ দ্বারা পরিচালিত নাইজা স্পিরিট ফেরিটি নিরাপদ, পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। পাশাপাশি হালকা ও দৃঢ় কাঠামোর জন্য ফেরির কাঠামোটিতে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে। ২৮ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্থের দ্বিতল ক্যাটাম্যারান ফেরিতে প্রোপালশন সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে রিচার্জেবল ব্যাটারি। v