অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন মো. নাহিদ ইসলাম।

আজ রোববার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম।

ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন।

ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ন হ দ ইসল ম উপদ ষ ট র সরক র

এছাড়াও পড়ুন:

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৫৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশি কমেছে ১.৫৪ শতাংশ।

শনিবার (১৭ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমেছে।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৯৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৭৬ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.৭৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫২ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৬৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.১২ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৭৪ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৩.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.০৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.০৬ পয়েন্টে, আইটি খাতে ১৬.৪২ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.৩৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৩৭ পয়েন্ট, পাট খাতে ২৬.৬০ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯.৩৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ