টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল আউট হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় এই ম্যাচে ভারত ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা বিরাট কোহলি ৩৫ রান করেছেন। তার সঙ্গী শ্রেয়াস আইয়ার।
শুভমন গিল ৫২ বলে ৪৬ রান করে ফিরেছেন। সাতটি চারের শট খেলেছেন তিনি। রোহিত শর্মা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করে ফিরেছেন।
এর আগে পাকিস্তানের হয়ে বাবর ২৩ রানের ইনিংস খেলেন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করে আউট হন। সৌদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেন। লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন।
ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৯ দিনের ছুটিতে বাসা ছাড়ার আগে এই ৬টি কাজ করে যান
১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।
২. গ্যাস ও পানির লাইনগ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করুন