নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকাস্থ ফারুকের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৫, তাং ০৩/০৯/২৪ইং।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুক সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তার ছোটভাই শীর্ষ সন্ত্রাসী আমিনুল ক্রসফায়ারে নিহত হয়। একসময় আমিনুল ও ফারুক সন্ত্রাসী হিসেবে ব্যাপক আলোচিত ছিল।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বাদী আকলিমা আক্তারের স্বামী সৈয়দ মোস্তফা কামাল রাজুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরদের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামি ফারুক সহ অন্যান্য আসামিরা চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের পিছন হইতে গুলি করিয়া হত্যা করে।

এই সংক্রান্তে থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার রুজু হয়।  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক মামলার এজাহারভুক্ত আসামী ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ আওয় ম

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ