ঠিকানা খুঁজে পাচ্ছেন না লিটন দাস
Published: 23rd, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ঠিকানা খুঁজে পাচ্ছেন না লিটন দাস। দেশের ক্রিকেটের বড় এই তারকা দুই দিনের দলবদল শেষেও কোনো ক্লাবকে চূড়ান্ত ঠিকানা হিসেবে বেছে নিতে পারেননি।
গতকাল দলবদলের প্রথম দিনই সিসিডিএম কার্যালয়ে এসে নিজের টোকেন তুলে নিয়ে গেছেন। তবে গত আসরে আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি এখন পর্যন্ত। আজ সন্ধ্যায় দুই দিনে দলবদল করা ১৬৫ জন ক্রিকেটারের যে তালিকা দিয়েছে সিসিডিএম, তাতে লিটনের নাম নেই।
লিটনের প্রিমিয়ার লিগে এখনো ঠিকানা খুঁজে না পাওয়ার কারণ অবশ্য পারফরম্যান্স নয়। এমনও নয় যে তাঁকে নিতে আগ্রহী নয় কোনো দল; বরং বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই লিটনের কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। টাকার অঙ্ক মিলছে না বলেই এখনো কোনো দলে নাম লেখানো হয়নি লিটনের। একটি ক্লাবের স্বত্বাধিকারী জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর কিছু চূড়ান্ত হয়নি। হয়নি লিটন অনেক টাকা দাবি করায়। অঙ্কটা ৫০ লাখ বলেও জানা গেছে একটি সূত্রে।
তবে এখনো লিটনের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেইন প্রথম আলোকে জানিয়েছেন, লিটন যেহেতু টোকেন তুলে নিয়েছেন। এখন চাইলে যেকোনো সময়ই নিজের ক্লাব বেছে নিতে পারবেন। পুরোটাই নির্ভর করছে তাঁর ওপর।
চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ না পেয়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছিলেন লিটন দাস।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল টন র
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।