চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ ওয়ানডে ফরম্যাটে দলের সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। দারুণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাটিয়েছেন। 

পরে তার একাদশে না থাকার কারণ ইনজুরি বলে জানা যায়। সোমবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচেও অভিজ্ঞ ব্যাটারের খেলার নিশ্চয়তা দেননি কোচ ফিল সিমন্স। জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার পর রিয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা আজ (রিয়াদ খেলবে কিনা) জানতে পারবো। আজ তার ফিটনেস টেস্ট আছে। দলের অনুশীলন আছে। তারপর জানতে পারবো, সে একাদশে থাকার জন্য ফিট কিনা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসতে পারে। রিয়াদ ফিরতে পারেন। তাকে জায়গা করে দিতে এক ব্যাটারকে বাদ দিতে হবে। আবার পেস বোলিং আক্রমণে নাহিদ রানা ফিরতে পারেন একাদশে।

বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স জানিয়েছেন, রিয়াদের ফেরা না ফেরার ওপর নির্ভর করবে দলের ভারসাম্য কেমন হবে, ‘আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আাগে দেখব, রিয়াদ ফিট কিনা। উইকেট দেখব। এরপর দলে ভারসাম্য আনার চেষ্টা করবো। আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাবো। সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’ 

পাকিস্তানের বিপক্ষে ভারত জিতলে এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ ও পাকিস্তানের। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। শান্তদের জন্য যা চাপেরও ম্যাচ। তবে কোচ সিমন্সের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সব ম্যাচ চাপের। কারণ সেরা ৮টি দল এখানে খেলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

কী নিয়ে এত ভাবছে মাখন

আগের পর্বআরও পড়ুনপানির সঙ্গে ব্যাঙ ফ্রি২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ