ফিটনেস পরীক্ষার পর রিয়াদের খেলা না খেলার সিদ্ধান্ত
Published: 23rd, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ ওয়ানডে ফরম্যাটে দলের সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। দারুণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাটিয়েছেন।
পরে তার একাদশে না থাকার কারণ ইনজুরি বলে জানা যায়। সোমবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচেও অভিজ্ঞ ব্যাটারের খেলার নিশ্চয়তা দেননি কোচ ফিল সিমন্স। জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার পর রিয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা আজ (রিয়াদ খেলবে কিনা) জানতে পারবো। আজ তার ফিটনেস টেস্ট আছে। দলের অনুশীলন আছে। তারপর জানতে পারবো, সে একাদশে থাকার জন্য ফিট কিনা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসতে পারে। রিয়াদ ফিরতে পারেন। তাকে জায়গা করে দিতে এক ব্যাটারকে বাদ দিতে হবে। আবার পেস বোলিং আক্রমণে নাহিদ রানা ফিরতে পারেন একাদশে।
বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স জানিয়েছেন, রিয়াদের ফেরা না ফেরার ওপর নির্ভর করবে দলের ভারসাম্য কেমন হবে, ‘আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আাগে দেখব, রিয়াদ ফিট কিনা। উইকেট দেখব। এরপর দলে ভারসাম্য আনার চেষ্টা করবো। আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাবো। সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’
পাকিস্তানের বিপক্ষে ভারত জিতলে এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বাংলাদেশ ও পাকিস্তানের। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। শান্তদের জন্য যা চাপেরও ম্যাচ। তবে কোচ সিমন্সের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সব ম্যাচ চাপের। কারণ সেরা ৮টি দল এখানে খেলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
ঘরে বসেই ভিনদেশি ভাষা শিখুন
তথ্যপ্রযুক্তির এ সময়ে যোগাযোগের দক্ষতাকে অবহেলার সুযোগ নেই। ভিনদেশি ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার পাশাপাশি একটা তৃতীয় ভাষাও জানা চাই। কারণ বাংলা ও ইংরেজি ছাড়া আর কোনো ভাষা যদি আপনার জানা থাকে, সেটাই হয়তো আপনাকে চাকরিক্ষেত্রে আরও এগিয়ে দেবে।
ডুয়োলিঙ্গো : ভাষা শেখার জনপ্রিয় একটি অ্যাপ ডুয়োলিঙ্গো। এটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যাবে। এই অ্যাপটিতে ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়।
www.duolingo.com/
মেমরাইজ : এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ। কারণ, অ্যাপটি গেম খেলার মাধ্যমে ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম। বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রতি মাসে প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়।
www.memrise.com/
ম্যাঙ্গো ল্যাঙ্গুয়েজ: বিশ্বের বহুল ব্যবহৃত ভাষা শেখার জন্য সেরা একটি সমাধান হলো ওপেন কালচার। অর্ধশত ভাষা শেখার সুযোগ আছে। এখানে ভাষা সম্পর্কিত কয়েক হাজার অডিও টিউটোরিয়াল পাওয়া যায়। যেগুলো বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ তার পছন্দমতো ভাষা শেখা শুরু করতে পারেন। ফারসি, ইসডোনিয়াক, আইসল্যান্ডিকের মতো ভাষা শেখার সুযোগও থাকছে এখানে। অডিও টিউটোরিয়াল হওয়ার কারণে যে কেউ চাইলে রাস্তায় চলতে চলতেও শিখে ফেলতে পারেন নতুন কোনো ভাষা। বিনা মূল্যে ব্যবহার করা যাবে এ সেবাটিও।
mangolanguages.com/
বুসুউ : ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় যাদের রয়েছে, বুসুউ অ্যাপটি তাদের জন্য চমৎকার কাজে দেবে। পছন্দের বিষয়ের পাঠগুলো যে কোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনামূল্যেই পাওয়া যায় অ্যাপটি। তবে মাসে কিছু ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য অনেকসুবিধা প্রদান করে বুসুউ। v