ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাগঞ্জ’র প্রতিবাদী সমাবেশ
Published: 23rd, February 2025 GMT
সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জিয়া হলের সামনে অমর একুশ বই মেলায় সংগঠনের স্টলে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সংগঠক আহমেদ রবীন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, নারায়ণগঞ্জ কলেজের আহবায়ক শিফা, হাবিব, আবিদ প্রমুখ।
মহান একুশে ফেব্রুয়ারি ফুল কুড়াতে গিয়ে শিশু ধর্ষনের শিকার সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন এবং গত ৪৮ ঘন্টায় ১৮ অধিক নারী ও শিশু ধর্ষনের শিকার হয়। এর প্রতিবাদে অমর একুশ বই মেলায় স্টলে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অভিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং একই সাথে নারীদের নিরাপত্তার জন্য যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। এবং এর দায় স্বরাষ্ট্র উপদেষ্ঠা এড়াতে পারে না।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে লিংকরোডে মানববন্ধন
নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাক স্ট্যান্ড নির্মাণের নামে আন্তজার্তিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট সৃষ্টি, শব্দদূষন ও বায়ুদূষন সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের জীবনের উপর করাত চালিয়ে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেয়া হবে না।
এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম,পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে অথচ এইখামে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে কার ইশারায় কার শেল্টারে। তারা আরো বলেন,কোন আবাসিক এলাকায় কিংবা স্টেডিয়ামের সামনে ট্রাকস্ট্যান্ড করা সম্পূর্ণরূপে অযৌক্তিক।
যে কোন মূল্যে ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ প্রতিহত করবো। লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে ট্রাকস্ট্যান্ডটি না করতে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে সস্তাপুর ও লামাপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।