চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘প্রোডাক্টিভ রমাদান-২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘মিনার’ এর আয়োজনে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারীর সভাপতিত্বে সিম্পোজিয়ামে উদ্বোধনী বক্তব্য দেন, ‘মিনার’ এর চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম। সিম্পোজিয়ামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান লেখক, স্কলার ও দ্য ইসলামিক সেমিনারি অব আমেরিকার ডিন ড.

ইয়াসির ক্বাদি।

আলোচনার শুরুতে ‘ইনকিলাব, জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ড. ইয়াসির ক্বাদি বলেন, “গত বছর বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। একটি মুসলিমপ্রধান দেশে এমন অনুষ্ঠানে কীভাবে হামলা করতে পারে, তা আমাকে সত্যিই অবাক করে। কিন্তু এ বছর বাধাহীনভাবে প্রডাক্টিভ রমাদান অনুষ্ঠান হচ্ছে।” 

তিনি বলেন, “ভুলে গেলে চলবে না, পৃথিবী এক সময় মুসলিমরাই শাসন করত। কিন্তু আজ মুসলিমদের কি হলো? মুসলিমরা এখন শতধাবিভক্ত, ফেরকাবাজিতে লিপ্ত। একতা ছাড়া ইসলামের বিজয় অসম্ভব। ইসলাম ও কোরআনের সঙ্গে লেগে থাকলে দুনিয়া এবং পরকালে মুক্তি সম্ভব। রমাদান থেকে প্রডাক্টিভিটি নিয়ে জীবনকে সাজাতে হবে।”

আলোচনা শেষে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. ইয়াসির ক্বাদি।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার

নিল ওয়াগনারই সবশেষ পেসার, যিনি ওভারের ৬টা বলের সবগুলো ব্যাটসম্যানের বুক তাক করে করতেন। নিউ জিল্যান্ডের এই অগ্রাসী পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই। শনিবার (২৯ মার্চ) প্লাঙ্কেট শিল্ডে শুরু হওয়া নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ওটাগোর মধ্যকার ম্যাচটি এই বাঁহাতি পেসারের, নিজ দেশের ঘরোয়া আসরের শেষ ম্যাচ। যদিও এই ৩৯ বছর বয়সী পেসার ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

ওয়াগনার আজ থেকে শুরু হওয়া চার দিনের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলছেন। প্লাঙ্কেট শিল্ডের চূড়ান্ত রাউন্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টস যদি ম্যাচ জিততে পারে, তাহলে এই মৌসুমের শিরোপাও জিতবে তারা। তাহলে ওয়াগনারের বিদায় হতে পারে গল্পের মতো। চূড়ান্ত রাউন্ডের আগে নর্দার্ন ডিস্ট্রিক্টস ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে, তবে ওয়েলিংটন (৮২) এবং ক্যান্টারবুরি (৮০) এখনও শিরোপা জয়ের দৌড়ে রয়েছে।

ওয়াগনার তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “১৭ বছর আগে আমি নিউ জিল্যান্ডে এসেছিলাম এবং এখানে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ওটাগোর বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে! কাল (আজ) এই যাত্রার সম্পূর্ণ পূর্ণচক্র হবে। নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে আমার শেষ ম্যাচ খেলব ওটাগোর বিপক্ষে। এরপর আমি বিদেশে চলে যাব এবং কাউন্টি ক্রিকেট খেলব ও পরবর্তী চ্যালেঞ্জ নিব! আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, আমি এই দুইটি দারুণ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতে পেরেছি, যারা আমাকে ব্ল্যাকক্যাপ হওয়ার জন্য সর্বোচ্চ স্তরে খেলার সুযোগ দিয়েছে! অনেক অসাধারণ স্মৃতি রয়েছে। আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই বছরগুলিতে আমার সঙ্গে ছিল। আমার পরিবারকেও তাদের অসাধারণ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ দিব।”

আরো পড়ুন:

কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা

২০০৫-০৬ মৌসুম থেকে, ওয়াগনার নিউ জিল্যান্ডে ১৩৩টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৫৬০টি প্রথম শ্রেণির উইকেট। গড় ছিল ২৭.০৩। এই সময়কালে দেশের মধ্যে কোন বোলারই তার চেয়ে বেশি প্রথম শ্রেণির উইকেট নিযতে পারেননি।

প্লাঙ্কেট শিল্ডে, ওয়াগনারের ৩৬৫ উইকেট তাকে সর্বকালের সেরা উইকেট শিকারীর তালিকায় উপরের দিকেই রেখেছেন। তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল স্টিফেন বক (৪৯২), ইউওয়েন চ্যাটফিল্ড (৩৭০) এবং ডেভিড ও’সালিভান (৩৬৮)।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ