গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন
Published: 23rd, February 2025 GMT
বিএনপির কেন্দ্র ঘোষিত সোমবারের সমাবেশকে সফল করতে সবার সহযোগিতা চেয়ে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম.
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে সবকিছুর তদন্ত হবে: দুদু
টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, সড়ক অবরোধ
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “সোমবার জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও প্রতিটি আনাচে কানাচে সমাবেশকে সফল করার জন্য ব্যাপক সাড়া পেয়েছি। আজকে সামনের সারিতে আপনারা যাদের বসা দেখছেন তাদের গত ২০ বছর এভাবে দেখেননি। হয়তো এক জায়গায় আমাদের বসার সুযোগ হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিগত ফ্যাসিষ্ট সরকার আমাদের এভাবে তো নয়, আমাদের বাড়িতেও বসার সুযোগ দেয়নি। এমন পরিস্থিতি শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশের চিত্র এমনই ছিল।”
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সংবাদ প্রচার করেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।”
গোপালগঞ্জ/বাদল/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ গ প লগঞ জ ব এনপ র স আম দ র
এছাড়াও পড়ুন:
ঘুষ নেওয়ায় এলজিইডির প্রকৌশলীর কারাদণ্ড
ঠিকাদারি কাজে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনার কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়।
কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান। তিনি বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল একজন ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল