Risingbd:
2025-04-25@00:15:37 GMT

বজ্রপাতে কৃষকের মৃত্যু

Published: 23rd, February 2025 GMT

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার কাহালুতে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আকন্দ ওই এলাকার বাসিন্দা। বিষয়টি জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান। 

আরো পড়ুন:

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

খুলনায় বজ্রপাতে নারী কৃষি শ্রমিকের মৃত্যু 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “নিহত মোহাম্মদ আকন্দ শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজও তিনি হালকা বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যান। এক পর্যায়ে সেখানে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে দেওয়া হয়েছে।”

বগুড়া/এনাম/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ