দেশব্যাপী ছিনতাই, হামলা, চাঁদাবাজী, ধর্ষণের মত অপরাধ বেড়ে যাওয়া এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে হঠাৎ করে ধর্ষণ, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত। গত সরকারের আমলে ধর্ষণসহ নানা অপরাধের বিষয়ে কোন বিচার হয়নি। সেজন্য অপরাধীরা সাহস পেয়ে গেছে।

সরকারের কাছে আবেদন জানিয়ে বক্তারা বলেন, এসব বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে শক্ত হাতে অপরাধীদের দমন করেন। প্রয়োজনে অপারেশন ডেভিল হান্টের মতো ‘অপারেশন রেপিস্ট হান্ট’ শুরু করতে হবে।

এ সময় সমাবেশে বক্তব্য দেন, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান সানি, অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী খায়রুল আহসান মারজান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফরহাদ আলী, ইয়াসিন আরাফাত প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপর ধ

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ১৪৪ ধারা প্রত্যাহার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির সহযোগী দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে জানানো হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার রাতে ১৪৪ ধারা জারি করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। গতকাল রাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করায় পুলিশকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় প্রথম আলোকে বলেন, মধ্যনগর থানার ওসি জানিয়েছেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা না থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুনসুনামগঞ্জে ‘যুবলীগ’ নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি২২ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: ছাত্রশিবির
  • নির্বাচন কবে জানালেন সিইসি
  • বিএনপি ক্ষমতায় গেলে সবকিছুর তদন্ত হবে: দুদু 
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের সমাবেশ
  • ঝিনাইদহে জাসদ গণবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
  • সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ১৪৪ ধারা প্রত্যাহার
  • পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’
  • রাজশাহীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন
  • ‘বইয়ের অনুবাদ স্বত্ব কেনা মোটেও সহজ নয়’