নারায়ণগঞ্জ শহরের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভার্ণি বডি নিবার্চনে দাতা প্রতিনিধি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথমসদস্য রাফি উদ্দিন রিয়াদ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করে দুপুরে জমা দেন। 

মনোনয়নপত্র জমা শেষে রাফি উদ্দিন রিয়াদ বলেন, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদ তথা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িত করতে দাতা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।

বিগত ১৬টি বছর স্বৈরাচারী সরকারের দোসরদের কারনে আমরা কোনো সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেনি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

ইনশাল্লাহ আমরা আবারও নতুন করে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলবো। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের সেবা করতে চাই। আমি সকলের পূর্ন সমর্থন ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য-২০, ২৩, ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও জমা। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ১২ মার্চ সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতেমিলল মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশের লিচুবাগানে পাওয়া গেছে ইব্রাহিম মিয়া (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ। শুক্রবার রাতে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে তার লাশ পাওয়া যায়। একই দিন সন্ধ্যা থেকে ইব্রাহিমের সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

নিহত ইব্রাহিম জয়রামপুরের মহব্বত আলীর ছেলে। সে বৈদ্যেরবাজার গাজী আক্তারুজ্জামান মিলাতুল মাদ্রাসায় পড়াশোনা করত। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল ইব্রাহিম। হঠাৎ সন্ধ্যার দিকে সে নিখোঁজ হয়। তার বাবা মহব্বত আলী রাতেই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১১টার দিকে বাড়ির পাশের লিচুবাগানে ইব্রাহিমের লাশ পাওয়া যায়। 

মহব্বত আলী বলেন, এলাকাবাসী রাত ১১টার দিকে লিচুবাগানে তাঁর ছেলের লাশ পাজামা দিয়ে গলা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছেলেকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হত্যারচেষ্টা মামলায় ছাত্রসহ দু’জনকে ফাঁসানোর অভিযোগ
  • অমর একুশে বইমেলায় প্রকাশিত  শফিক আরজু`র কাব্যগ্রন্থ এই দিগন্ত 
  • ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাগঞ্জ’র প্রতিবাদী সমাবেশ
  • দীপক সাহার পুত্র অপুর মৃত্যুতে পূজা পরিষদের শোক
  • শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!
  • গোপনে নির্বাচনী তৎপরতা, ফাঁস হওয়ায় সমালোচনা
  • চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলার ঘটনায় যা জানা গেল
  • সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতে মিলল মরদেহ
  • সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতেমিলল মরদেহ