বরিশালে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
Published: 23rd, February 2025 GMT
সমৃদ্ধির পথ ধরে রবিবার বরিশালের বানারীপাড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো.
প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, “প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।”
একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোনের প্রধান মো. কামরুল হাসান।
এ সময় সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের তালুকদার, জেএম নিট এপারেলের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম বাবুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা/সুমন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনআরব স ব যবস থ
এছাড়াও পড়ুন:
দুই দিনের জন্য সিলেটে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কোনদিন কোথায় ঘুরবেন
অনেকেই দুই দিনের সফরে সিলেটে আসেন। কিন্তু এই স্বল্প সময়ে কোথায় কোথায় ঘুরবেন, তা নিয়ে দোলাচলে ভোগেন। তাঁদের জন্য আমাদের এই ভ্রমণ পরিকল্পনা।
তার আগে বাহনের আলাপটা সেরে নেওয়া যাক। ব্যক্তিগত বাহন থাকলে তো কথাই নেই। না থাকলে দুই দিনের জন্য ভাড়া নিতে পারেন সিএনজিচালিত অটোরিকশা বা মাইক্রোবাস। স্থানীয় বাহনেও যাতায়াত করতে পারেন।
রাতে থাকার জন্য আগেভাগেই হোটেল–রিসোর্ট বুক করে এলে ভালো। সম্ভব না হলে সিলেটে নানা মানের হোটেল আছে, খোঁজখবর করে এক রাত থাকার ব্যবস্থা করতে পারেন।
প্রথম দিনলালাখাল: জৈন্তাপুরের লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার। লালাখাল নামে পরিচিতি পেলেও এই পাহাড়ি নদীর কেতাবি নাম সারী। বসন্তের এই সময়ে সারী নদীর বুকে থাকে পান্নাসবুজ পানি। পাহাড়কোলের নদীটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দুটি জায়গা থেকে নৌকায় আপনি সারী নদীর বুকে ঘুরতে পারেন। একটি সারীঘাট, অপরটি লালাখাল ঘাট। সময় ও খরচ বাঁচাতে সরাসরি লালাখাল ঘাটে যাওয়াই ভালো। নৌকায় ঘণ্টাপ্রতি ৫৫০ টাকা নেবে। নৌকায় ঘুরতে না চাইলে বালুময় খালের পাড় ধরে হেঁটে হেঁটেও লালাখালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ডিবির হাওর