নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার সাহার ছেলে  দীপেন সাহা অপু আর নেই।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বৎসর। তিনি স্ত্রী  ও এক ছেলেসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ১ টায় মাসদাইর কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

দিপক সাহার পুত্র দীপেন সাহা অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড

সিদ্ধিরগঞ্জে রাতের আধাঁরে চুরি করে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের দোসর মামুন গংদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে গ্যাস সংযোগ প্রদানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু সংখ্যক গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।  


শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিম নগর এলাকায় ঘটনাটি ঘটে।


অবৈধ সংযোগ প্রদানকারী মামুন মুন্সিগঞ্জের আওয়ামীলীগের সবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয়রা জানান, গোদনাইল মুসলিম নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বর্ণ ব্যবসায়ী মামুন ১০/১৫ টি বাড়ি থেকে সংযোগ দেয়ার কথা ৩০/৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে লুঙ্গি দুলাল নামে এক স্থানীয় বিএনপি নেতার শেল্টারে রাতের আধারে গ্যাস সংযোগ দেয়ার কাজ শুরু করে। তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি না নিয়েই কয়েকশত ফুট রাতা কেটে ফেলে। ভোরে বিষয়টি স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হওয়ার পর জানতে চাওয়া হলে তারা তিতাসের লোকজন কাজ করছে বলে জানান। বিষয়টি স্থানীয় লোকজনদের সন্দেহ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানে না বলে জানান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে এসআই নূরুল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। এসময় তারা বেশ কিছু গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।
অভিযুক্ত মামুন জানান, আমি কোন অবৈধ গ্যাস সংযোগ দেইনি। রাস্তা পাকা হয়ে যাবে তাই পাইপগুলো টেনে রাখতে চেয়েছিলাম।


এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম বলেন, ‘৯৯৯’ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ কাউকে পায়নি। পরে কিছু পাইপ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। যেহেতু বিষয়টি তিতাসের তাই তারাই ব্যবস্থা গ্রহণ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ সদর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান জানান, আগামীকাল তিতাসের টিম পাঠিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অমর একুশে বইমেলায় প্রকাশিত  শফিক আরজু`র কাব্যগ্রন্থ এই দিগন্ত 
  • ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাগঞ্জ’র প্রতিবাদী সমাবেশ
  • শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!
  • চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলার ঘটনায় যা জানা গেল
  • সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতে মিলল মরদেহ
  • সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতেমিলল মরদেহ
  • আন্দোলনের সময় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তরুণীর
  • ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী
  • সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড