ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। তবে তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। স্বভাবে অনেকটা— ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ৪৯.

৪ ওভাবে রান করেছে মাত্র ২২৮। ভারত ৬ উইকেট হাতে রেখে সেই ম্যাচ জিতে নেয়। এ ম্যাচ দেখে ক্রিকেটপ্রেমী শবনম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শবনম ফারিয়া লেখেন, “প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিসি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এইটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।”

আরো পড়ুন:

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধ

কেবল মজার ছলে স্ট্যাটাসটি দিয়েছেন বলে জানিয়েছেন শবনম ফারিয়া। এ অভিনেত্রী বলেন, “মজা করে স্ট্যাটাসটি দিয়েছি। সিরিয়াস কিছু না। খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো— এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি না কী অবস্থা। ওই আরকি।”

ফারিয়ার স্ট্যাটাসে প্রেমের প্রসঙ্গ থাকায় তা নিয়ে আলোচনা করছেন নেটিজেনরা। এ বিষয়ে ফারিয়া বলেন, “এখন তো বয়স হয়েছে। প্রেম করার বয়সটা পার করে ফেলছি।”

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক শবনম ফ র য়

এছাড়াও পড়ুন:

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বুবলী বললেন, ‘জংলি’ এখন আবেগের নাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এম রাহিমের সিনেমা ‘জংলি’। গতকাল রাতে রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। যেখানে ‘জংলি’র শিল্পী-কলাকুশলীরা ছাড়াও হাজির ছিলেন আমন্ত্রিত অতিথিরা। বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘জংলি’র অভিনেত্রী শবনম বুবলী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শবনম বুবলী ভক্ত-দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখের আনন্দ আরও দ্বিগুণ-তিন গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই আয়োজন।’

শবনম বুবলী

সম্পর্কিত নিবন্ধ

  • নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বুবলী বললেন, ‘জংলি’ এখন আবেগের নাম