পঞ্চম বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে
Published: 23rd, February 2025 GMT
চট্টগ্রাম নগরে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক নারী। রোববার নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের মর্জিনার মার কলোনীর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো.
পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়। তারা নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন কখনো আবার ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। আগের তিন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। তাকে গ্রামের বাড়িতে রাখেন। বিষয়টি সম্প্রতি জানতে পারেন চতুর্থ স্ত্রী। তা নিয়ে দুইজনের মধ্যে কলহ শুরু হয়।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘শনিবার রাতে তাদের মধ্যে আবার কলহ দেখা দেয়। ভোরের দিকে ক্ষুব্ধ স্ত্রী দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন। এরপর পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: হ ল শহর
এছাড়াও পড়ুন:
ঘরের মাঠে রিয়ালের জয়
স্প্যানিশ লা লিগায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে।
এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে টেবিলের তৃতীয় স্থানে। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে টেবিলের একাদশতম স্থানে।
ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে রদ্রিগোর উড়িয়ে মারা বলে হেড নিয়ে ক্লিয়ার করেন জিরোনার রক্ষণভাগের খেলোয়াড়। সেটা ডি বক্সের বেশ খানিকটা সামনে পেয়ে যান মদ্রিচ। সেখান থেকে শট নেন। সেটি বক্সের ডান কোনা দিয়ে জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
আরো পড়ুন:
কষ্টের জয়ে শীর্ষে বার্সা
দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা!
বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল। ৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে ডানদিক থেকে ভিনিসিউসকে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ঢাকা/আমিনুল