চট্টগ্রাম নগরে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক নারী। রোববার নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের মর্জিনার মার কলোনীর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
নিহত মো.

আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইন উদ্দিনের ছেলে। গ্রেপ্তার নুর জাহান বাড়িও একই জেলায়। তিনি আলাউদ্দিনের সঙ্গে নগরের হালিশহরে থাকতেন।

পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়। তারা নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন কখনো আবার ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। আগের তিন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। তাকে গ্রামের বাড়িতে রাখেন। বিষয়টি সম্প্রতি জানতে পারেন চতুর্থ স্ত্রী। তা নিয়ে দুইজনের মধ্যে কলহ শুরু হয়।
 
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘শনিবার রাতে তাদের মধ্যে আবার কলহ দেখা দেয়। ভোরের দিকে ক্ষুব্ধ স্ত্রী দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন। এরপর পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ল শহর

এছাড়াও পড়ুন:

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। বৈঠকে অংশ নিতে আজ বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ