বন্দরে ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ কর্মী রেজাউল গ্রেপ্তার
Published: 23rd, February 2025 GMT
বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৭(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজু বন্দর থানার বক্তারকান্দি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ড বন্দরের বক্তারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্দকারী কর্মকর্তা এসআই মাহমুদ জানান, আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলার মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।