আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং একই সঙ্গে সবচেয়ে বড় সমালোচক। আমি শিল্পের প্রতিনিধিত্ব করি। এই প্রথম আমি এক অনুষ্ঠানে গিয়ে দেখলাম, কোনো সরকারি সংস্থা (এনবিআর) করপোরেট প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। আমি এটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি।

আজ একই অনুষ্ঠানে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ চালু, ইমপোর্ট-এক্সপোর্ট হাব ও কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮ উদ্বোধন করা হয়েছে—এগুলো সবই অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

ইউনিলিভারের ৮০ শতাংশ কর্মী এ বছর অনলাইনে রিটার্ন জমা দিয়েছে। আমি নিজেও অনলাইনে রিটার্ন জমা দিয়েছি। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য চমৎকার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ ছাড়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যেসব কাজ করা হয়েছে, সেগুলো ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক। প্রক্রিয়া সহজ হলে ব্যবসা কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়।

সাংবাদিকেরা প্রায়ই প্রশ্ন করেন, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এত কম কেন। এ প্রসঙ্গে আমি একটি পরিসংখ্যান দিই। সেটা হলো, গত বছর বৈশ্বিক এফডিআই ছিল ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন (১ লাখ ৭৫ হাজার কোটি) ডলার। আগের বছরের তুলনায় বৈশ্বিক এফডিআই ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ আমাদের দেশে এফডিআই কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ; অর্থাৎ এফডিআই আকর্ষণের জন্য আমাদের সামনে এখনো অনেক সুযোগ।

আমাদের জিডিপির সাপেক্ষে এফডিআইয়ের হার ১ শতাংশের নিচে। অন্যদিকে ভিয়েতনামে তা ৪ থেকে ৫ শতাংশ। সেই মানদণ্ডে পৌঁছাতে চাইলে আমাদের ১০ বিলিয়ন ডলারের এফডিআই আনার সুযোগ আছে এবং সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবে সে জন্য ব্যবসায়িক পরিবেশের সহজীকরণ প্রয়োজন। এ ক্ষেত্রে অথরাইজড ইকোনমিক অপারেটরের (এইও) মতো উদ্যোগগুলো বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। অবশ্য কিছু চ্যালেঞ্জও আছে; এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা এনবিআরকে সহযোগিতা করতে আগ্রহী।

জাভেদ আখতার: ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

জমিতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫-২০ দিন আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি হাঁস জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে মারধর করেন। এর দুই দিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তী স্থানীয়দের সহায়তায় দুপক্ষ আপোষে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন। এ ঘটনায় উভয়পক্ষ মামলা করে। এর জেরে শুক্রবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে জয়দর মিয়া ও রোশেনার মোবাইলে একাধিকবার কল দিলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া বলেন, ‘‘জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ সেই পুরনো ঘটনার জেরে আবার সংঘর্ষ হয়েছে।’’

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, ‘‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ