এই প্রথম এনবিআর করপোরেট প্রতিষ্ঠানের মতো কাজ করছে, ইতিবাচক
Published: 23rd, February 2025 GMT
আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং একই সঙ্গে সবচেয়ে বড় সমালোচক। আমি শিল্পের প্রতিনিধিত্ব করি। এই প্রথম আমি এক অনুষ্ঠানে গিয়ে দেখলাম, কোনো সরকারি সংস্থা (এনবিআর) করপোরেট প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। আমি এটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি।
আজ একই অনুষ্ঠানে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ চালু, ইমপোর্ট-এক্সপোর্ট হাব ও কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮ উদ্বোধন করা হয়েছে—এগুলো সবই অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।
ইউনিলিভারের ৮০ শতাংশ কর্মী এ বছর অনলাইনে রিটার্ন জমা দিয়েছে। আমি নিজেও অনলাইনে রিটার্ন জমা দিয়েছি। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য চমৎকার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ ছাড়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যেসব কাজ করা হয়েছে, সেগুলো ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক। প্রক্রিয়া সহজ হলে ব্যবসা কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়।
সাংবাদিকেরা প্রায়ই প্রশ্ন করেন, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এত কম কেন। এ প্রসঙ্গে আমি একটি পরিসংখ্যান দিই। সেটা হলো, গত বছর বৈশ্বিক এফডিআই ছিল ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন (১ লাখ ৭৫ হাজার কোটি) ডলার। আগের বছরের তুলনায় বৈশ্বিক এফডিআই ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ আমাদের দেশে এফডিআই কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ; অর্থাৎ এফডিআই আকর্ষণের জন্য আমাদের সামনে এখনো অনেক সুযোগ।
আমাদের জিডিপির সাপেক্ষে এফডিআইয়ের হার ১ শতাংশের নিচে। অন্যদিকে ভিয়েতনামে তা ৪ থেকে ৫ শতাংশ। সেই মানদণ্ডে পৌঁছাতে চাইলে আমাদের ১০ বিলিয়ন ডলারের এফডিআই আনার সুযোগ আছে এবং সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবে সে জন্য ব্যবসায়িক পরিবেশের সহজীকরণ প্রয়োজন। এ ক্ষেত্রে অথরাইজড ইকোনমিক অপারেটরের (এইও) মতো উদ্যোগগুলো বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। অবশ্য কিছু চ্যালেঞ্জও আছে; এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা এনবিআরকে সহযোগিতা করতে আগ্রহী।
জাভেদ আখতার: ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
চাকরি নিয়ে স্নাতকদের দোরগোড়ায় ৪৫ প্রতিষ্ঠান
কথায় আছে, যোগ্যতা থাকলে চাকরি আপনাকে খুঁজে নেবে। যোগ্যদের খুঁজতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যাম্পাসে আয়োজিত চাকরি মেলায় অংশ নিয়েছিল ৪৫টি বেসরকারি প্রতিষ্ঠান।
সদ্য স্নাতক সম্পন্ন করেছেন কিংবা দু-এক মাস পরেই স্নাতক শেষ হবে, এমন শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পছন্দের চাকরির জন্য আবেদন করতে পেরেছেন।
রাজধানীর মিরপুরে বিইউবিটির ক্যাম্পাসে ‘বিইউবিটি ক্যারিয়ার ফেয়ার ২০২৫’ নামের এই চাকরি মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। সহযোগিতায় ছিল অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান বিডিজবস ডটকম লিমিটেড।
বিইউবিটি এ নিয়ে পঞ্চমবারের মতো চাকরি মেলার আয়োজন করল। এবারের এক দিনের এই আয়োজনে অংশ নেয় ব্যাংক, তথ্যপ্রযুক্তি, বিপণন, উৎপাদন ও সেবা খাতসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চাকরি পেতে শিক্ষার্থীদের সহায়তার জন্যই এই উদ্যোগ। বিগত বছরগুলোতে চাকরির মেলা এবং বিশ্ববিদ্যালয়টির নিজস্ব প্রচেষ্টায় এখন পর্যন্ত অন্তত ৪০০ স্নাতক চাকরি পেয়েছেন।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী