বন্দরে সন্ত্রাসী হামলায় ঝালমুড়ি বিক্রেতা জখম
Published: 23rd, February 2025 GMT
বন্দরে মানিক মিয়া (৫৮) নামে এক ঝাল মুড়ি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়েছে সন্ত্রাসী পিতা পুত্ররা। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চর ধলেশ্বরী এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী আহতকে জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত ঝালমুড়ি বিক্রেতার স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন হামলাকারি পিতা ও পুত্র বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে,গত শুক্রবার চর ধলেশ্বরী এলাকায় জব্বার মিয়ার বাড়ির সামনে দুই কিশোর গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়।
ওই সময় স্থানীয় ঝাল মুড়ি বিক্রেতা মানিক মিয়া উভয়কে ঝগড়াঝাটি না করার জন্য নিষেধ করলে ওই সময় বদমেজাজি সুমনসহ তার দুই বখাটে ছেলে ইব্রাহিম ও আসিফ ক্ষিপ্ত হয়ে ঝাল মুড়ি বিক্রেতাকে ধারালো সুইচ গিয়ার দিয়ে এলো পাথারি ভাবে আঘাত করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে আসলে অভিযুক্তরা পুলিশ আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে, ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাসে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তারা জানিয়েছেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারায়। পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০
ইমন নামের এক যাত্রী বলেন, ‘‘রিল্যাক্স পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে চলতে থাকে। সে সময় বাসের গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।’’
সাব্বির আহমেদ নামের আরেক যাত্রী বলেন, ‘‘চুনতি জাঙ্গালিয়া এলাকায় লবণবাহী ট্রাক থেকে পানি গলে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। বাসের অতিরিক্ত গতি ও সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।’’
আরো পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০
ঢাকা/রাজীব