Samakal:
2025-02-23@17:25:38 GMT

নতুন পরিচয়ে ঋতুপর্ণা

Published: 23rd, February 2025 GMT

নতুন পরিচয়ে ঋতুপর্ণা

অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। বাংলাদেশের রয়েছে তাঁর পরিচিতি। এবার তিনি হাজির হয়েছেন নতুন পরিচয়ে। রেস্তোরা ব্যবসায় নেমেছেন এই অভিনেত্রী। রেস্তোরার নাম দিয়েছেন ‘নিবলস’। খবর এই সময়ের। 
যারা ঋতুপর্ণা সেনগুপ্তকে চেনেন, জানেন তিনি যত্ন করে সবাইকে খাওয়াতে কতটা ভালোবাসেন। তাঁর বাড়িতে গেলে না খাইয়ে ছাড়েন না কখনও। তাঁর এই খাওয়ানোর প্যাশনই এ বার অন্য ভাবে প্রকাশিত হয়েছে। শরৎ বোস রোডে একটি রেস্তোরাঁ কিনেছেন নায়িকা। 

ঋতুপর্ণার  ভাষায় , ‘‘ ‘নিবলস’ মানে কী সবাই জানেন। আমিও ছোট-ছোট পদক্ষেপ দিয়ে বড় হতে চাই। আমি হেলদি খাবার রেখেছি মেনুতে। কোল্ড প্রেস জুস, স্টিমড-বেকড ডিশ পাবেন এখানে। পুরো মেনুটাই পকেট ফ্রেন্ডলি। তাই প্রিয়জনের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটাতে চাইলে এখানে আসতে পারেন। অবশ্যই খাবার কেমন লাগল জানাবেন আমাদের।’

তবে এই রেস্তোরাঁ কেনার পিছনে অন্য একটি বিষয়ও কাজ করেছে। তিনি যোগ করেন, ‘আমার খুব ইমোশনাল জায়গা ‘নিবলস’। এটা আমার স্কুল-কলেজের খুব কাছের এক বন্ধুর রেস্তোরাঁ ছিল। সে এই সুন্দর জিনিসটা শুরু করেছিল। আমার জন্য এখান থেকে প্রায়ই খাবার পাঠাত। আমাদের লেডি ব্রেবোর্ন কলেজের রি-ইউনিয়নের অনুষ্ঠানের রিহার্সালের সময়ে ও এখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে যেত।

এখানকার কোল্ড প্রেস জুস খুব ভালো লাগত। বাড়িতে খাবার নিয়ে গিয়ে আমার হেল্পিং হ্যান্ডকে বলত, ‘ভালো করে রেখে দাও। দিদিকে পরে দেবে।’ কিন্তু ২০২৪-এর শুরুতে ও আমাদের ছেড়ে চলে যায়। আমার দুই প্রিয় মানুষ, অভিনেত্রী শ্রীলা মজুমদার আর আমার বন্ধু অনিন্দিতা একদিনে আমাকে ছেড়ে চলে গিয়েছে।  তার হাজ়ব্যান্ডের এই জায়গাটা নিয়ে আর কিছু করার ইচ্ছে ছিল না। আমার মনে হলো, এই কোজ়ি জায়গাটা যদি নিজেদের কাছেই রাখি, তা হলে এর মাধ্যমেই ও আমাদের কাছে থেকে যাবে। সেই থেকে এই উদ্যোগ।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

ভিনি-মডরিচে জয় রিয়ালের

গোলে সহায়তা দিলেও জালের দেখা পাচ্ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় গোল খরা ছিল আরও প্রকট। জিরোনার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল পেয়েছেন ওই ভিনি। তার আগে দুর্দান্ত এক শটে জালে বল পাঠান বুড়ো লুকা মডরিচ। রিয়ালও পেয়েছে ২-০ গোলের জয়। 

বার্নাব্যুতে প্রথমার্ধের শেষ সময়ে লিড নেয় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর কর্ণার থেকে নেওয়া কিক ফিরে বক্সের বাইরে থাকা লুকার কাছে আসে। বুকে বল ধরে দুর্দান্ত এক ভলি করেন ক্রোয়াট ৩৯ বছর বয়সী মিডফিল্ডার। লাফিয়ে পড়েও ওই শট ফেরানোর সাধ্য হয়নি জিরোনা গোলরক্ষকের। 

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা চালাচ্ছিল গত মৌসুমে সেরা চারে লিগ মৌসুম শেষ করা জিরোনা। রিয়াল মাদ্রিদও ডাবলের খোঁজে ছিল। লেফট উইঙ্গ দিয়ে দারুণ খেলা ভিনি ও সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলা এমবাপ্পে একাধিক সুযোগও তৈরি করেন। ৮৩ মিনিটে ভিনির পা থেকে আসে স্বস্তির ওই গোল।  

সম্পর্কিত নিবন্ধ