কখন জানা যাবে জার্মানির নির্বাচনী ফলাফল
Published: 23rd, February 2025 GMT
আজ রবিবার জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন। বেশ ঠান্ডা থাকলেও জার্মানিজুড়ে রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এই চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে জার্মানির ২১তম জাতীয় নির্বাচন। নির্বাচনে ভোটারদের সমাগম বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয়, এক ঘণ্টা পরেই নির্বাচনের প্রাথমিক ফলাফল জানা যাবে। দীর্ঘদিন ধরে জার্মানিতে এই প্রথা বহাল রয়েছে।
ভোটাররা সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের ভোট দিতে পারবেন, তারপর গণনা শুরু হবে। এবারের নির্বাচনে জার্মানজুড়ে প্রায় ৬৫ হাজার ভোটকেন্দ্রে ৬ লাখ ৭৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। জার্মানিতে প্রায় ৫ কোটি ৯২ লাখ মানুষ এবার ভোট দেওয়ার জন্য ৬ সপ্তাহ আগেই কার্ড পেয়ে গেছেন।
জার্মানির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে সেলফি বা ছবি তোলা নিষিদ্ধ। এ ছাড়া শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যেতে মানা করা হয়েছে।
শেষ জরিপ অনুসারে, চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মের্ৎস ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলসহ ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) সম্ভবত সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে উঠবে। তারপরে থাকবে কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি)। এরপর বর্তমানের ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) এবং চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।
জার্মানির লাখ লাখ মানুষ নির্বাচনের প্রথম পূর্বাভাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আজ সন্ধ্যায় নির্বাচন শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক জরিপ জানা থাকলেও নির্বাচন নিয়ে উত্তেজনা রয়েছে, আগামী বছরগুলোতে জার্মানি কে শাসন করবেন। কে হবেন নতুন চ্যান্সেলর। কোন দল কার সঙ্গে জোট বেঁধে দেশ চালাবে।
জার্মানিতে নির্বাচনের রাতেই নির্বাচন গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে জাতীয় নির্বাচনের প্রথম পূর্বাভাস আসে। তারা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে, যা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়ে গেছে। কিছু কেন্দ্রের ফলাফল জানার পরেই প্রতিনিধিত্বমূলকভাবে নির্বাচনী এলাকার ফলাফলগুলো আনুমানিকভাবে বিশ্লেষণ করা হয়। যত বেশি আনুষ্ঠানিক আংশিক ফলাফল পাওয়া যাবে, অনুমানগুলো তত বেশি নির্ভুল হয়। গত জাতীয় নির্বাচনে, প্রথম পূর্বাভাসগুলো ভোট শেষ হওয়ার ১৫ মিনিট পরেই, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জানানো হয়েছিল।
সব ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রিটার্নিং অফিসাররা নির্বাচনের রাতে অস্থায়ী ফলাফল ঘোষণা করবেন। এর ভিত্তি হলো জার্মানির ১৬টি রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষের প্রতিবেদন, যা পুরো দেশের নির্বাচনী এলাকার ফলাফল প্রকাশ করে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বার্লিনের অনতিদূরে পটসডামে তাঁর ভোট দিয়েছেন। ভবিতব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস ভোট দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকা হোকসাউরল্যান্ড জেলার আর্নসবার্গে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফল ফল
এছাড়াও পড়ুন:
নড়াইলে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার কুন্দশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে সোপর্দ করার কথা আছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম পাপন সিকদার (৩৮)। তিনি ওই মামলার ৬৭ নম্বর আসামি ও একই উপজেলার বাসিন্দা।
গত বৃহস্পতিবার মধ্যরাতে লোহাগড়া থানায় মামলাটি করেন ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা এলাকার রবিউল ইসলাম শেখ। তিনি নিজেকে ওই ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়েছেন। ওই মামলায় একই ইউপির বর্তমান চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আজ শনিবার সকালে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বাদী রবিউল অভিযোগ করেন, ১৩ এপ্রিল ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ফিলিস্তিনি মুসলিমদের জন্য তহবিল ও জনমত গড়ার বিষয়ে আলাপ করছিলেন তিনিসহ বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ইউপি চেয়ারম্যান সিহানুকের নেতৃত্বে আসামিরা অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্রসহ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কক্ষ ও আসবাব ভাঙচুর করে খুন ও জখমের ভয় দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের বের করে দেন তাঁরা। এরপর সেখানে ৮-১০টি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় তাঁরা ‘দুই-একটি বিএনপি ধর, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, বিএনপির ওই দলীয় কার্যালয়ের কক্ষ ও আসবাব ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।