আজ রবিবার জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন। বেশ ঠান্ডা থাকলেও জার্মানিজুড়ে রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এই চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে জার্মানির ২১তম জাতীয় নির্বাচন। নির্বাচনে ভোটারদের সমাগম বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয়, এক ঘণ্টা পরেই নির্বাচনের প্রাথমিক ফলাফল জানা যাবে। দীর্ঘদিন ধরে জার্মানিতে এই প্রথা বহাল রয়েছে।

ভোটাররা সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের ভোট দিতে পারবেন, তারপর গণনা শুরু হবে। এবারের নির্বাচনে জার্মানজুড়ে প্রায় ৬৫ হাজার ভোটকেন্দ্রে ৬ লাখ ৭৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। জার্মানিতে প্রায় ৫ কোটি ৯২ লাখ মানুষ এবার ভোট দেওয়ার জন্য ৬ সপ্তাহ আগেই কার্ড পেয়ে গেছেন।

জার্মানির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে সেলফি বা ছবি তোলা নিষিদ্ধ। এ ছাড়া শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যেতে মানা করা হয়েছে।

শেষ জরিপ অনুসারে, চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মের্ৎস ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলসহ ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) সম্ভবত সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে উঠবে। তারপরে থাকবে কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি)। এরপর বর্তমানের ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) এবং চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।

জার্মানির লাখ লাখ মানুষ নির্বাচনের প্রথম পূর্বাভাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আজ সন্ধ্যায় নির্বাচন শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক জরিপ জানা থাকলেও নির্বাচন নিয়ে উত্তেজনা রয়েছে, আগামী বছরগুলোতে জার্মানি কে শাসন করবেন। কে হবেন নতুন চ্যান্সেলর। কোন দল কার সঙ্গে জোট বেঁধে দেশ চালাবে।

জার্মানিতে নির্বাচনের রাতেই নির্বাচন গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে জাতীয় নির্বাচনের প্রথম পূর্বাভাস আসে। তারা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে, যা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়ে গেছে। কিছু কেন্দ্রের ফলাফল জানার পরেই প্রতিনিধিত্বমূলকভাবে নির্বাচনী এলাকার ফলাফলগুলো আনুমানিকভাবে বিশ্লেষণ করা হয়। যত বেশি আনুষ্ঠানিক আংশিক ফলাফল পাওয়া যাবে, অনুমানগুলো তত বেশি নির্ভুল হয়। গত জাতীয় নির্বাচনে, প্রথম পূর্বাভাসগুলো ভোট শেষ হওয়ার ১৫ মিনিট পরেই, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জানানো হয়েছিল।

সব ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রিটার্নিং অফিসাররা নির্বাচনের রাতে অস্থায়ী ফলাফল ঘোষণা করবেন। এর ভিত্তি হলো জার্মানির ১৬টি রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষের প্রতিবেদন, যা পুরো দেশের নির্বাচনী এলাকার ফলাফল প্রকাশ করে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বার্লিনের অনতিদূরে পটসডামে তাঁর ভোট দিয়েছেন। ভবিতব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস ভোট দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকা হোকসাউরল্যান্ড জেলার আর্নসবার্গে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ফল ফল

এছাড়াও পড়ুন:

ঘরের মাঠে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে টেবিলের তৃতীয় স্থানে। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে টেবিলের একাদশতম স্থানে।

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে রদ্রিগোর উড়িয়ে মারা বলে হেড নিয়ে ক্লিয়ার করেন জিরোনার রক্ষণভাগের খেলোয়াড়। সেটা ডি বক্সের বেশ খানিকটা সামনে পেয়ে যান মদ্রিচ। সেখান থেকে শট নেন। সেটি বক্সের ডান কোনা দিয়ে জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

আরো পড়ুন:

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা! 

বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল। ৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোসরা। এ সময় পাল্টা আক্রমণে উঠে ডানদিক থেকে ভিনিসিউসকে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার বাড়ানো বল পেয়ে  ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ