বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় প্রযুক্তিভিত্তিক আয়োজন ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫’। স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তিজ্ঞান বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ প্রসারের লক্ষ্যে এ কার্নিভ্যালের আয়োজন করে এডুলাইফ আইটি ইনস্টিটিউট।

দিনব্যাপী এ আয়োজনে তথ্যপ্রযুক্তি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল কর্তৃপক্ষ।

হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যালে ভাষাশহীদদের সম্মানে এডুলাইফ কোডিং স্টার সপ্তম শ্রেণির ছাত্র আহনাফ রহমান সরাসরি কোডিংয়ের মাধ্যমে শহীদ মিনার প্রদর্শন করে, যা উপস্থিত প্রোগ্রামার ও দর্শকদের তাক লাগিয়ে দেয়।

আয়োজক কমিটির চেয়ারম্যান ও এডুলাইফ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.

আমির হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের তরুণদের জন্য এ আয়োজন নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রযুক্তির মাধ্যমে এখানকার তরুণেরা যেন নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

দিনব্যাপী এ আয়োজনে প্যানেল আলোচনায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ফ্রিল্যান্সিং, উদ্যোক্তাদের মান উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেন জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ভূঁইয়া, লার্ন উইথ সুমিতের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, লার্ন উইথ রাব্বিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রাব্বিল হাসান, ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল রহমান, স্কিলআপারের প্রধান প্রশিক্ষক শামিম হোসেনসহ অনেকে।

হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রামগড় সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহীদুল ইসলাম, মনজিলা সুলতানা প্রমুখ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বড় ভাই মনিরুল ইসলাম সরদারের হাতুড়ির আঘাতে ছোট ভাই জিপু সরদারের নিহতের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পরও এ ঘটনায় থানায় মামলা হয়নি।

নিহত জিপু সরদার (৩০) ও আহত মনিরুল ইসলাম সরদার (৩৮) ওই গ্রামের রিকাত আলী সরদারের দুই ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিরোধ, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে প্রায়ই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগতো। আগের ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার তাদের মধ্যে আবার ঝগড়া বাধে। ঝগড়া থেকে মারামারির এক পর্যায়ে বড় ভাই মনিরুলকে আঘাত করে জিপু, পরে জিপুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মনিরুল। এতে দুজনই গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে একই অ্যাম্বুলেন্সে করে রাজশাহীতে নেওয়ার পথে জিপু মারা যায়।

আহত বড় ভাই মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত দুই ভাইয়ের বাবা রিকাত আলী সরদার বলেন, দুজনই আমার সন্তান। দুজনের মধ্যে আগে থেকেই বনিবনা ছিল না। কিন্তু এভাবে একজন আরেক জনকে হত্যা করবে তা আমি মেনে নিতে পারছি না। আমি কী করবো তাও ভেবে পাচ্ছি না। এদিকে আহত বড় ভাই মনিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে খোঁজ নিয়ে তাকে সেখানে পাওয়া যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে নিহত জিপুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম করার পর মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি বলে নিশ্চিত করে ওসি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সম্পর্কিত নিবন্ধ